www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এমন যদি

এমন যদি হতো
তাহার মনের আরশী চোখে
কাজল টেনে দিতো?

এমন যদি হতো
ভালবাসার অশ্রু তাহার
আমার চোখে ঝরতো?

এমন যদি হতো
জোছনা রাতে প্রিয়া আমার
কাশফুলেতে উড়তো?

এমন যদি হতো -
ঊষ্ণ ঠোঁটের ছোঁয়ায় প্রাতে
ঘুম পালিয়ে যেতো?

এমন যদি হতো -
তাহার হাতের কাপে’র সুধা
চুমুক হয়ে ঝরতো?

এমন কেন হয় না
আঁধার রাতে জোনাক আলো
ঘরে ফুটে থাকে না?

এমন কেন হয় না
মাধুরীমার মধুর কথায়
বুকের জ্বালা রয় না?

এমন কেন হয় না
তাহার ব্যথায় আমার বুকে
গুমরে উঠে কান্না?

এমন কেন হয় না
আমার মনের কথামালা
তাহার ঠোঁটের ঝরনা?

এমন কেন হয় না
তাহার কথার ফোঁড়ন জ্বালা
মনকে অবশ করে না?

এমন কি গো হবে
সুখ বিলাসের সাত কাহনে
ভাবনা মধুর হবে?

এমন কি গো হবে
ফড়িং পাখায় চড়ে প্রিয়া
স্বপ্ন পাড়ি দিবে?

এমন কি গো হবে
প্রিয়ার হাতের তাল পাতাতে
শরীর শীতল হবে?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬২৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোঃ আবদুল করিম ১৮/১১/২০১৪
    এক কথায় খুবই ভালো হয়েছে
  • অনেক ভাল লাগল। খুব সুন্দর লেখনী।
  • মোহাম্মদ তারেক ১৫/১১/২০১৪
    খুবই রোমান্টিক কথাগুলো। তবে আমার কাছে আনাড়ী হাতের লেখার মতো মনে হলো, আরো গভীরতরো হওয়ার আশা ছিল। মনে কিছু নিবেননা কবি, বন্ধু ভাবি বলেই কিন্তু বলার সাহস করলাম।
    • অনিরুদ্ধ বুলবুল ১৫/১১/২০১৪
      অবশ্যই মনে কিছু নেবো; যদি বন্ধু না ভাবেন!
      কবিতার পাতায় আমার প্রথম পোস্ট ছিলো 'বন্ধু' ওখানে বলেছি -
      'বন্ধু বলেই কঠিন কথাও
      সহজে যায় বলা' - তাহলে এত দ্বিধা কেন?

      ঠিকই ধরেছেন; কবি নজরুলের মতই বলতে হয় -
      "আনাড়ি ক্রমে হতেছে নাড়ি
      কবি কূলের ভাত মেরে"

      সব কবির গায়েই প্রথম প্রথম আনাড়ির গন্ধ থাকে। আস্তে আস্তে সবাই কাটিয়ে উঠে, আমার হয় তো এখনো সেই পূর্ণতা আসে নি।

      ধন্যবাদ ও শুভেচ্ছা।
  • একনিষ্ঠ অনুগত ১৫/১১/২০১৪
    হবে হবে... সবই হবে ;) একটু সবুর করুণ। ঐতো তিনি আসলেন বলে... :D
    • অনিরুদ্ধ বুলবুল ১৫/১১/২০১৪
      কবিবর, যদি'র বিষয় বরাবরই ভালো - লটারীতে 'যদি' কোটি টাকা পেতাম, 'যদি' দেশের প্রধানমন্ত্রী হতে পারতাম......

      কী সুন্দর সব কল্পনা, 'যদি' দিয়ে যা ই করুন না কেন কখনোই খারাপ হতে পারে না।

      মন্তব্যের জন্য ধন্যবাদ।
  • রেনেসাঁ সাহা ১৫/১১/২০১৪
    কবি, কবিতাটি বেশ মিষ্টি। তবে আগের স্টাইল - টিই বেশী সুন্দর(বাংলা কবিতার পাতায় যেভাবে লেখা ছিল)।

    ধন্যবাদ। :-)
 
Quantcast