www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সুররিয়ালিজম

সুররিয়ালিজম

কবিতার পাতা আমার জড়ানো অনেক
উঁচু মার্গের ভাবধারায়। যা কিছু লিখি
সব যেন লাগে কেমন ধামাধরা
আমিও কি বুঝি ছাই, সব কিছু তার?
সে শুধু আমার ভাবেরই কারবার।
অতনুর ‘পরে আড়ি. রাগ হল ভারি -
জিজ্ঞাসে কবিতার মানে কবিদা’র কাছে
বেয়াদব বলে কাকে, করব ব্যাখ্যা আমি
কবিতা আমার ও’টুকু পুঁচকের কাছে –
কি বুঝবে সে? আমিই কি বুঝি তার কিছু?

বলি, ও হে নট্ আছে নাকি ঘটে কিছু
ভাব ছাড়া মিছিমিছি
ঘুরো না তো আর কবিতার পিছু পিছু।
চারপদি কবি আমি দুই পদে হাঁটি,
ঘুরি চারণ বেশে লেখি কবিতা চতুষ্পদী।
করতলে ছুঁয়ে গ্রীবা দিন রাত করি জপ্
পাই না তত্ত্ব কোথাও কবিতার কলরব‌।
অসাহায়ত্বের প্রতিলিপি বিপন্ন কবি
বিপন্ন আমার কবিতার খেরোখাতা
লিখতে পারি না কিছু কবিতার কথকতা।

মনে বহে ঝড়, ভাবে তোলপাড় প্রকাশের তাড়ণায়
লিখতে যা চাই তা বুঝতে না পাই
বুঝাতে বললে কেহ বোবা হয়ে যাই,
ভেবে ভেবে খাবি খাই করি মাথা নিচু
দেখতে পাই না ভুল কবিতার আগুপিছু।
পথ হতে বনে, নদী ঘাট চাঁদ হাট প্রান্তর জুড়ে
খুঁজে ফিরি পথ, যেন কোন পথহারা যাযাবর
যতই ছাড়াতে চাই কবিতার ভাব
সবেগে জুড়ে বসে ততই সে ঘাড়েতে আমার
অসহায় কবি তাই দুঃখ মনে করে হাহাকার।

তুমি যা বুঝবে না, যা বুঝাতে পারব না
তা ই তুমি ধরে নিয়ো ‘সুররিয়ালিজম’।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৭১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোঃ আবদুল করিম ১৮/১১/২০১৪
    ভালো লাগলো লেখনী,খুবই ভালো হয়েছ
  • ইসমাত ইয়াসমিন ০৯/১১/২০১৪
    " ami janina kobita sob somoi amar kache Kothin lage"....
    • অনিরুদ্ধ বুলবুল ০৯/১১/২০১৪
      তাই? কিন্তু আমার কাছে গল্প কঠিন কিন্তু পড়তে ভালই লাগে। আমার দ্বারা গল্প লেখা হয়না। ও তো ইনিয়ে বিনিয়ে নানান সত্য মিথ্য আর ঘটনা দূর্ঘটনা টেনে এনে জোড়া লাগানো - এ আমার দ্বারা প্রায় অসম্ভব! লিখতে বসলেই মাথা ঘুরে।

      থাক বাবা, আপনারা লিখুন - আমি বরং পড়বো!
  • চমৎকার ।। অনেক ভাল লাগলো ।
    • অনিরুদ্ধ বুলবুল ০৮/১১/২০১৪
      কবিতা পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ। একটু আগে মুক্তমঞ্ঝে আপনার কবিতা পড়ছিলাম। ওখানে লিখে আমি আরাম পাই না। এখন আর লিখি না।

      ভাল থাকুন। শুভরাত্রি।
  • রেনেসাঁ সাহা ০৮/১১/২০১৪
    বেশ বেশ!ব্যঙ্গ-কবিতা খানি খাসা ।
    • অনিরুদ্ধ বুলবুল ০৮/১১/২০১৪
      হুমম, পড়েছ তা হলে!

      এ জাতীয় অনক লেখা আমার আছে
      সব দিতে সাহস পাই না পাছে কোন কবিবন্ধু রাগ করেন। সাম্প্রতিক লেখালিখিতে এমনিতেই অনেক কবি রাগ করে আমার পাতায় আসেন না।

      কবিতার নামটা বিদ্রোহ করেছে, পাঠক আকর্ষণ বোধ করেন না। দেখ না; প্রায় ২০ ঘন্টায় ৯ জন পাঠক?
      এবার বুঝো - কেমন কবি আমি!

      ধন্যবাদ।
      • রেনেসাঁ সাহা ০৮/১১/২০১৪
        আপনি কবি তো বটেই। কবি মাত্রই সত্য , সুন্দর ও মঙ্গলের সাধক, আর যত বড় না কবি; তারো থেকে বড় আলোচক, পথপ্রদর্শক, আর আমি সবসময় আপনার আলোচনাগুলি পড়ি আরো বেশি করে, সত্যি বলতে ঈর্ষাও হয়, কেন আপনার মত কবিতা বা আলোচনা লিখতে পারি না। নিজের পাতায় আপনার মন্তব্য পেলে সার্থক মনে হয়; কারণ ফাঁপা মন্তব্য করা আপনার ধাতে নেই। আপনার "জলছবি হব" কবিতাটি যতবার পড়ি; ততবার ভালো লাগে। -----------------------------------ভালো থাকুন।
        • অনিরুদ্ধ বুলবুল ০৮/১১/২০১৪
          "কেন অকারণ পোড়া এচোখে আনিলে বারি
          এত গুণগান কি করে বলো - সহিতে পারি?"

          "কবি মাত্রই সত্য, সুন্দর ও মঙ্গলের সাধক" - জাত কবিদের ক্ষেত্রে কথাটা সত্যি হলেও এযুগে আমার মত ভেজাল কবিদের ক্ষেত্রে চলে না। আমরা অনেকাংশেই অসত্য, অসুন্দর, লোভী আর মৌ-লোভী।

          "জলছবি" আমার জীবনপাতের ভাবনা নিয়ে লেখা। হাতে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে বলেই বোধ হয় যাবার আগে অকবিও খানিকটা জাতে উঠছে! হয়তো একদিন দেখবে কারো পাতায় আর নেই আমি । কেউ জানবে না, কেউ খুঁজবে না আমায় স্বাতী নক্ষত্রে...

          ভাল থেকো নিরবধি।
          • রেনেসাঁ সাহা ০৮/১১/২০১৪
            কবি, বাংলা কবিতা ডট কম এ স্বর্ণায়ু মিত্রের লেখা বিবর্তনের ধারাতে একটি মন্তব্য করেছি, সময় পেলে দেখবেন।
  • সুররিয়ালজম এই ব্যাপারে বাংলা কবিতা সাইটে আপনার লেখাটা পড়লাম। আমি এর ঘোর প্রতিবাদ জানাই। আরে ভাই আপনি যে অনেক বড় মাপের কবি সেটা আবারো বলিয়ে না নিলেয়ো পারতেন। মজা করলাম। আপনার এই কবিতাটির প্রতিপাদ‌্য আসলেই চরম হয়েছে। ভালো থাকবেন।
    • অনিরুদ্ধ বুলবুল ০৮/১১/২০১৪
      ওহঃ দেখেছেন তাহলে!

      আজ একটা মন্তব্য করেছি মোহাম্মদ রুহুল আমিনের 'শোভা' কবিতায়; পড়ে দেখতে পারেন।

      ধন্যবাদ।
 
Quantcast