www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এ যাত্রার হলে অবসান

[এ যাত্রার হলে অবসান]

এ যাত্রার হলে অবসান
পাথর চোখে দেখব চেয়ে সবই অর্থহীন।
হিমায়ীত বেলাখানি যত্নের ফসল আমার
অনাদরে যায় ভেসে
অনাদির সীমান্ত ছুঁয়ে।

সময়ের গর্ভ উজার করে
দিনান্তে এঁকেছি বাসনার কলা।
আহ্নিক পরিক্রমায়; দিবারাত্রির ইতি হলে
সকাল নামে, সন্ধ্যা গড়ায়
দীপ্ত চেতনার বালিয়াড়ি ফোঁড়ে।

স্বপ্ন বাখারী ভাঙে, তাল কেটে যায়
দিবসের সন্তরণে; ফুরায় সব লেনাদেনা,
শিহরিত অঙ্গীকার, সমূহ আকর।
স্মৃতির বিস্মরণে ধূপ্-শিখা মুছে যায়
গৌরবে সমুজ্জ্বল শুধু সুরভি আভার।

ঈশান কোণের এলোকেশী ঝড়
এসেছিলো কাল অবেলার মেঠোপথে
ক্ষীপ্র প্রহরের শার্শি ঝাঁকাতে।
হারালো প্রানের স্পন্দনখানি
চকিত আলোর ঝলসানো দ্যূতির পথে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৭৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোঃ আবদুল করিম ১৮/১১/২০১৪
    ভালো লিখেছেন খুবই ভালো হয়েছে ।
  • দুইবার পড়েছি।

    বাক্যশৈলী, শব্দ চয়ন অনবদ্য।
    বিশেষ করে বিষয়বস্তু বেশ গভীর।
    • অনিরুদ্ধ বুলবুল ০৪/১১/২০১৪
      আমার পাতায় আপনার বিশেষ একাগ্রতায় আমি অভিভূত। আপনার অনুভূতি প্রসূত মন্তব্য আমাকে উদ্দীপ্ত করেছে। অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ।
  • মৃত্যুর পরের বোধ নিয়ে লেখাকি এটি?
    অন্তিমে এসে দিনান্তের শেষে বাসনার কলার হিসেব মেলানো, চকিত আলোর ঝলসানো দ্যুতি পথে প্রাণের স্পন্দনের বিলুপ্তি সব মিলিয়ে আমার কাছে এমনি মনে হয়েছে। অর্থাৎ মৃত্যুর পরে বিমূর্ত সত্ত্বার ঘোর কেটে যাওয়া বোধ। বরং পার্থিব স্পন্দনকেই ঘোর মনে হয়।
    "হিমায়িত বেলাখানি স্বপ্নের ফসল আমার" বলতে হয়তো প্রাণহীন কায়াকে বোঝানো হয়েছে।। তবে কবিতাটি অনেক কঠিন।
    • অনিরুদ্ধ বুলবুল ২৬/১০/২০১৪
      আপনি প্রতিটি কবিতাকে খুব গভীর থেকে উপলব্ধি করে তার উপর বেশ সুন্দর সব মন্তব্য লেখেন। এমনটা আমিও চেষ্টা করি, তাই আমারো তা পছন্দ। আমি কোন প্রশিক্ষিত বা প্রতিষ্ঠিত কবি নই, এলোমেলো হাঁটা চলাই অভ্যাস। তাই নিজেকে কবি বলতে 'দ্বিধা' যথেষ্টই কাজ করে।

      অনেকটাই ঠিক বলেছেন তবে - 'মৃত্যুর পরের বোধ' নয় বরং মৃত্যুকালীন সময়ে জীবন বোধের উপসংহার বলতে পারেন।

      আর 'হিমায়ীত বেলা' - চলমান জীবনের চঞ্চল ও দামী মুহূর্তগুলো যখন মৃত্যুতে স্থবির হয়ে 'সময়' মূল্যহীন হয়ে পড়ে সেই অনুভব।

      জীবনের যত স্বপ্ন কামনা বাসনা সব তখন ধূপ শিখার ধূঁয়াতেই যেন বিলীন হয়ে যায়।

      মৃত্যুর পর আমাদের আত্মা তথা প্রাণের স্পন্দন কোথায় যায় তা আমাদের জানা নেই তবে মনে হতে পারে যেন আলোর ঝলকে মিশে তা হারিয়ে গেলো।

      অনেক ধন্যবাদ বন্ধু।
      আপনার সমঝদারীত্বে আমি অভিভূত।
  • মোহাম্মদ তারেক ২৫/১০/২০১৪
    ভাল লাগল অনেক,,,,,অঙ্গিকার>অঙ্গীকার
    • অনিরুদ্ধ বুলবুল ২৬/১০/২০১৪
      ধন্যবাদ কবি, খুশী হলাম।
      অতি সাধারণ বানান তারপরও ভুল!
      এভাবেই একটু একটু করে নিজেকে পরিচ্ছন্ন করতে পারছি।
      ভাল থাকুন।
  • বাহ বেশ সুন্দর লেখনী।
  • Nice.....
  • অনেক ভাল লাগল ।
  • পার্থ সাহা ২৫/১০/২০১৪
    bes hoece
 
Quantcast