www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বড় সাধ জাগে

[বড় সাধ জাগে]

বড় সাধ জাগে মনে;
মাঝে মাঝে নদী হই
আঁছড়ে পড়ি তোমার চড়ায়
বাতায়ন খুলে ঢেউ আনি ঘরে
ধোয়ে যাক আমার সকাল দুপুর!

আকাশের পেয়ালা জুড়ে
নৈঃশব্দের চিড়া-মুড়ি, মরচে রোদ,
ঝিকিমিকি শব্দের আলপনা -
সব তোমার আঁচল খসা তারার মতই
ঝলমলে কথামালার দীপ্তি ছড়াক!
আর আমি সময়ের চিরন্তনী সুর
বিধিলিপির পাত্র ভরে
পান করি - কানায় কানায়!

আকাশে সূবে-সাদেকের চাঁদ মুখ বাড়ালে
তখন স্বস্তির দোয়েল-শ্যামা শিস্ কাটে,
মুখরিত কথামালা গুম হয়ে যায়,
তখনো না হয় তুমি
মৌনতার চাদরেই মুখ ঢেকে রেখো!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৩২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রক্তিম ১৯/১১/২০১৪
    আপনার অভাবনীয় কল্পনায় আমি মুগ্ধ । ভালো কোনো উপমা দিতে পারিনি । তবে ভালো ভাবনা মনে রেশ রেখে যায় ।
  • অনিরুদ্ধ বুলবুল ১৮/১১/২০১৪
    ভাই আপনার মন্তব্য শুনে শর্মিন্দা হচ্ছি।
    আমি সিজনাল পাখী (বসন্তের কোকিল) কেবল সময় হলেই বাসা তালাশ করি। বুঝেছেন নিশ্চয়ই?

    ভাল থাকুন নিরবধি - শুভেচ্ছা নিন
  • মোঃ আবদুল করিম ১৮/১১/২০১৪
    সত্যি আপনি খুব ভালো লিখেন,ভালো হয়েছে
  • শিমুল শুভ্র ৩০/১০/২০১৪
    কবির আশে পূরন হলে আরো বেশ ভালো লাগতো ।

    "আকাশে সূবে" বুঝলাম না - একটু বলবেন ,
    বেশ ভালো লাগলো ।আপনার সুন্দর কবিতাখানি ।
    • অনিরুদ্ধ বুলবুল ৩০/১০/২০১৪
      এটা "আকাশে সূবে" নয় "সূবে-সাদেক" যুগ্ম শব্দ।
      এটা আসলে মূল আরবী শব্দ কিন্তু বাংলায় এর ব্যাপক প্রচলন আছে। 'ঊষা লগ্নের পূর্বরাগ' সময়টাই "সূবে-সাদেক"। আপনি তো বোধ হয় মধ্যপ্রাচ্যেই আছেন? ওদের কাছেও জানতে পারেন।

      ভাল লাগা এবং প্রশ্ন রাখার জন্য অনেক ধন্যবাদ।
      • শিমুল শুভ্র ৩০/১০/২০১৪
        প্রতিধন্যবাদ ।ভালো থাকুন।
  • মোহাম্মদ তারেক ২২/১০/২০১৪
    মনে জাগা সাধের বর্ননা কেবল প্রথম দিকটাতেই লক্ষ্য করলাম....মাঝামাঝি কিংবা শেষে নামকরণের সাথে একটু বিচ্যুতি....ভাল লাগল পড়ে
    • অনিরুদ্ধ বুলবুল ২২/১০/২০১৪
      প্রেমিকের আকাঙ্ক্ষা অটল (নামকরণে তা ই বুঝানো হয়েছে) কিন্তু শেষ অবধি দেখুন না -

      প্রেমাষ্পদের মান তো ভাঙছে না? তারপর আর কি করা যায় বলুন? প্রেমিক-প্রবর আক্ষেপে নিরাশ হয়ে বলতেই পারে -
      "তখনো না হয় তুমি
      মৌনতার চাদরেই মুখ ঢেকে রেখো"
  • অনিরুদ্ধ বুলবুল ২২/১০/২০১৪
    আঁধার রাতের অন্ধকার শেষে ঊষালগ্নে চাঁদ উঁকি দেয়াটা একটা রূপকতা মাত্র।

    প্রেমিক-প্রবর স্বঃস্থি খুঁজছিলো - এবার কৃত্রিমতার খোলস ছিঁড়ে বুঝি প্রিয়ার মুখ ঝলসে উঠবে! শিশির-স্নাত স্নিগ্ধ ঊষায় পাখীর কল-কাকলীও একসময় থেমে যায়। প্রকৃতিতে স্থবিরতা নেমে আসে।

    তারপরও প্রেমাষ্পদের নীরবতা যখন ভাঙেনা; হতাশ প্রেমিক-প্রবর অভিমানে অমন কথা বলতেই পারে?

    প্রশ্ন রাখার জন্য ধন্যবাদ।
    এভাবেই আমরা একে অপরের ভাবকে শেয়ার করতে পারি।
  • আর আমি সময়ের চিরন্তনী সুর
    বিধিলিপির পাত্র ভরে
    পান করি - কানায় কানায়...প্রেমাকুতির পরেও ভাগ্যের হাতে নিজেকে সমর্পণ। অনিন্দ্য। প্রথম সর্গে নিজেকে বিলিয়ে দেয়ার উপলব্ধিটাও আমাকে মুগ্ধ করেছে কবি। তবে দোয়েল- শ্যামার শিস কাটার পরে মুখরিত কথামালার অন্তর্ধান আমার কাছে দুর্বোধ্য লেগেছে।
    • অনিরুদ্ধ বুলবুল ২২/১০/২০১৪
      সস্তা মন্তব্য আমার কাম্য নয়।
      কিন্তু সাইটটিতে পাঠকের নগণ্যতা আমাকে পীড়া দেয়।
      • কবিতা পড়ে যতটুকু বোধে আসে অধিকাংশ পাঠকই সেটা প্রকাশ করে নিজের মতো করে। আমার মনে হয় সস্তা মন্তব্য আর দামী/ দুর্লভ মন্তব্যের আলাদা আলাদা কিছু ক্রাইটেরিয়া রয়েছে কবি। একটা বিষয় লক্ষণীয় যে প্রশংসা কিন্তু মূল্যহীনতাকে নির্দেশ করে না। আর পাঠোদ্ধারের চেষ্টা করেও যদি মন্তব্য সস্তা হয়ে যায়, তবে সেটা হয়তো আমার মতো পাঠকের উপলব্ধির সীমাবদ্ধতা এবং এর জন্য আমি দুঃখপ্রকাশ ও করছি।
        • অনিরুদ্ধ বুলবুল ২৬/১০/২০১৪
          দুঃখিত, 'সস্তা মন্তব্য' বিষয়ে আমি আপনাকে মীন করিনি।
          অন্যান্য মন্তব্য যেমন দেখে থাকি ২/১ কথায় কর্তব্য শেষ - উহ, আহ, বেশ, ভাল, খাসা ইত্যাদি।
          অর্থাৎ কম গুড়ে বেশী মিষ্টি ...
  • অনিরুদ্ধ বুলবুল ২১/১০/২০১৪
    'বাংলা কবিতা' ও 'তারুণ্য' সাইট দু'টি আমার বেশ পছন্দের।
    সাইট দু'টি মূলতঃ এক তায় আবার পাঠক কম।
    রাত ৯টায় পোস্ট দিয়ে তিন ঘন্টায় মাত্র ২জন পাঠক পাওয়া গেল! লেখায় পাঠকের সমাগম না হলে লিখেও মজা নেই।
    মাননীয় মডারেটর বিষয়টি নিয়ে কি ভাবছেন? সাইট দু'টিকে কিভাবে প্রমোট করা যায়?

    ধন্যবাদ।
    • আপনার মন্তব্যের সাথে সহমত। কবিতাটি ভালো লিখেছেন।
 
Quantcast