www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাসনা

[বাসনা]

বাসনা যে বার বারে কি’বা পেতে চায়
জানেনা সে দামী কী যে সাধ-সাধনায়?
দিন যায় হেলে-ফেলে রাত আসে ধীরে
চাওয়া-পাওয়ার স্বপ্নরা আসে ঘুরে ফিরে!

ফ্রিজ-গাড়ি-টিভি চাই, জোত জমি যাহা পাই
নিরাশার মাঝে থেকেও স্বপ্ন তো বোনা চাই।
কী যে চাই, কি হারাই কিছু নাহি বুঝা যায়
পেলে কিছু বলে মন আরো বেশী পেতে চাই।

বাসনার ছলা-কলা বুঝা বড় দায় রে
সাধ আর সাধ্য কি গজে মাপা যায় রে?
কঠিন তেমন নয়তো আবার সহজও নয় কিছু
বুঝাতে কি চায় মন; বেশী-কম উঁচু-নিচু।

দিবসের ভানু হাতে ঘুরি নিশি-ভোর
গহিন তামস তারে করতে নারি দূর।
আঁধার রাতে গহীন বনে আশার আলো জ্বালাতে
আয়তো রে মন পড়াই লাগাম অলীক বাসনাতে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৫৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ইউরিদ ১৪/০২/২০১৫
    ্ভাল
  • মোঃ আবদুল করিম ১৮/১১/২০১৪
    সত্যি কাব্যে কাব্যে রসে ভরপুর,ভালো লাগলো
    • অনিরুদ্ধ বুলবুল ১৮/১১/২০১৪
      আপনার পরিশ্রমসাধ্য মিশন একাধারে এক এক কবি করে পড়ার এই যে প্রবণতা তা থেকে আমি কিছু শিক্ষাও পেলাম। ধন্যবাদ
  • বাহ দারুন লিখেছেন।
    • অনিরুদ্ধ বুলবুল ২১/১০/২০১৪
      কবি, মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
      'বাহ দারুণে' আমি যত না পূলকিত হই তারো বেশী ভয় জাগে - এমনধারা প্রশংসায় প্রেরণা পেলাম না আমার অপমৃত্যু হল! কারণ প্রশংসা যেমন মানুষকে প্রেষনা দেয় তেমনি তার মধ্যে বাড়িতি অহংবোধেরও জন্ম দেয়, তাতে কখনো লেখকের অপমৃত্যুও ঘটে থাকে।

      আমার অনুরোধ; কোন কবিকে কেবল এজাতীয় উৎসাহ না দিয়ে বরং তার সৃষ্টি নিয়ে ভাল-মন্দ আলোচনা করুন, তাতে যেমন কিছু শেখা যায় তেমনি তা লেখকের জন্যেও কল্যাণকর বটে।
      • হুম সেটা ঠিক বলেছেন। অবশ্যই সে ভাবে করবো।
  • একনিষ্ঠ অনুগত ২০/১০/২০১৪
    তবু কিছু কিছু বাসনা লাগাম ছাড়া হয়।। :)

    বেশ ভালো লাগলো লেখা।।
    • অনিরুদ্ধ বুলবুল ২০/১০/২০১৪
      আপনার গভীর উপলব্ধির জন্য ধন্যবাদ। অলীক বাসনাতে লাগাম টানা খুবই দূরোহ কাজ - মনে হয় যেন প্রতিযোগীতায় পিছিয়ে যাচ্ছি।


      ধন্যবাদ।
  • চাওয়া পাওয়ার যুদ্ধে আমরা খুবই অসহায় ।
    তারই প্রতিচ্ছবি উদ্ভাসিত হয়েছে আপনার কবিতায় ।
    • অনিরুদ্ধ বুলবুল ২০/১০/২০১৪
      অসহায় ঠিকই - তবু উপলব্ধিজাত সতর্কতা আমাদের খানিকটা সংযমী করে তুলতেও পারে!

      মন্তব্যের জন্য ধন্যবাদ।
  • প্রথমত বলবো ছন্দ নিয়ে। আবৃত্তি করলাম দু বার মাত্রাবৃত্ত ছন্দে। অসাধারণ অনুপ্রাস ও প্রতিটি সর্গে ছন্দের অনন্য বিন্যাসে নান্দনিক লেগেছে সৃষ্টিটিকে।

    কবিতার বোধ নিয়ে বলতে গেলে চিরায়ত কিছু চাহিদা, সাধ, স্বপ্ন - প্রত্যাশার অসীমতা, প্রাপ্তির সীমাবদ্ধতা অসাধারণ ভাবে বর্ণীত হয়েছে। অভিনন্দন কবি।
    • অনিরুদ্ধ বুলবুল ২০/১০/২০১৪
      ওফ্, অমনভাবে বলে আমার ক্ষতি করবেন না ভাই।
      তাতে নিজেকে একখান 'কপি' ভেবে অহংবোধে নাচি সেটা নিশ্চয়ই চান না? জানেন তো বেশী প্রশংসায় ক্ষতি হয়।

      আমি চাই আমার ত্রুটি বিচ্যূতিগুলো গুলো ধরিয়ে সত্যিকার কবি হতে সাহায্য করুন। ধন্যবাদ
  • দ্বিধা দন্দ পাওয়া না পাওয়া বেশ ভালো লাগলো।
    • অনিরুদ্ধ বুলবুল ২০/১০/২০১৪
      ভাই বানানের দৈন্যতা আমারো আছে। আসুন বানানে আমরা আর একটু সচেতন হই!

      আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
 
Quantcast