www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালবাসি বারবার

[ভালবাসি বারবার]

আলোছায়া চৈতালী সন্ধ্যায়
আনমনে বসে একা জানালায়
নির্ঘুম রাত্রির উদাসীন আঙ্গিনায়
সুরভিটা ঝুলে কার আগেতো তা বুঝি নাই
দিন ক্ষণ গুজে ভাবি নিশ্চল নিরালায়
বৈশাখী ঝড় এলো - এই কোন অবেলায়!

কোন ছলে কাছে আসে এলোমেলো দু’টি মন
ভরে গেলো সুরে সুরে চরাচর ত্রিভুবন!
স্বপ্নীল রঙে ভাসে চন্দ্রিমা যামিনী
এত সুখ এত প্রভা, আগে কভু দেখিনি!
উন্মন দিশাহীন মন হলো রঙিন
স্বপ্নের আরশীতে রাত ভোরে এলো দিন!

নির্মোহ বাতায়ন তার পাশে সূষমা
কবরীতে বেলীফুল সুবাসের মায়া যার
সাধ হয় ছূঁয়ে দেখি কুন্তল বেণী তার,
শতধা সমীরে বাজে কুহকিনী নিক্কন
বইছে ঈথার জুড়ে রুনুঝুনু সারা ক্ষন
সাধ হয়, বড় সাধ ভালবাসি বারবার!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৭৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোঃ আবদুল করিম ১৮/১১/২০১৪
    খুবই ভালো লাগলো,য়া এতটাই ভালো যে এক নিশ্বাসে পরে ফেললাম ।
  • অসাধারন লেখনী। চমৎকার অনুভুতিময়। বাস্তবতার সাথে মিল রেখে দারুন একটি আধুনিক কবিতা পড়লাম। ভাল লাগল।
    • অনিরুদ্ধ বুলবুল ২০/১০/২০১৪
      এ লেখা আপনার অনুভুতিকে নাড়া দিয়ে থাকলে আমি ধন্য।

      আমার দাবী; আমরা তো কেউ পেশাদার কবি নই! কাজেই, লেখায় কোন অসংগতি বা ত্রুটি দেখলে দয়া করে মন খুলে প্রকাশ করবেন। তাতে নিজেকে কিছুটা গড়ে নিতে পারব। আর সেই লোভেই আসরে কবিতা লেখা

      ভাল থাকুন, জীবন আরো কাব্যময় হোক।
      - শুভেচ্ছা অনেক :)
  • ভালোবাসার তীব্র ও অকুণ্ঠ অভীপ্সা। প্রেমের উন্মাদনায় কতটা মত্ত হলে স্বপ্নের আরশিতে রাত ভরে দিন চলে আসে, অবেলার এই বৈশাখী ঝড় সম আবেগকেও কাংখিতই মনে হয়। আবার কোথাও সাবলীল সহজভাবে প্রেয়সীর চুল ছুঁয়ে দেয়ার আকাঙ্ক্ষাও চিত্রিত হয়েছে। চমৎকৃত হলাম কবি। কবিতাতে অনুপ্রাস ও ভালো লেগেছে।
    • অনিরুদ্ধ বুলবুল ১৯/১০/২০১৪
      বিস্তৃত বয়ানের আপনার উক্তিগুলো বেশ প্রেরণাদায়ক।
      আধুনিক ফর্মের কবিতা লিখলে ও বাক্য ছন্দের নৃত্য আর অনুপ্রাসের বৃত্ত ছাড়াতে পারি না। আবৃত্তিঘন কবিতার পাশাপাশি ছন্দের উপস্থিতিটাও আমার কাছে খুব মূখ্য বলে মনে হয়।

      ভাল থাকুন, ধন্যবাদ।
  • আবু সাহেদ সরকার ১৮/১০/২০১৪
    জটিল হয়েছে কবি বন্ধু !!!
  • পার্থ সাহা ১৮/১০/২০১৪
    vlo holo
  • আফরান মোল্লা ১৮/১০/২০১৪
    খুবই ভালো লাগলো।উপমার ব্যাবহার মুগ্ধ করেছে।

    কোন
    ছলে কাছে আসে এলোমেলো দু’টি মন
    ভরে গেলো সুরে সুরে চরাচর ত্রিভুবন!
    স্বপ্নীল রঙে ভাসে চন্দ্রিমা যামিনী
    এত সুখ এত প্রভা, আগে কভু দেখিনি!
    উন্মন দিশাহীন মন হলো রঙিন
    স্বপ্নের আরশীতে রাত ভোরে এলো দিন!
    • অনিরুদ্ধ বুলবুল ১৮/১০/২০১৪
      লাইন ক'টি আপনাকে ছুঁয়ে গেছে ভেবে খুব পুলকিত বোধ করছি। কবিতায় কারো মনযোগ আকর্ষণ করতে পারলে নিজের প্রতি আস্থা বাড়ে।

      আপনার মনযোগ আমার প্রেরণা, ধন্যবাদ।

      সাথে থাকুন
      সাথে রাখুন :)
 
Quantcast