www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বোকা বাঙালিনী

যে ছবি ঘুমিয়ে আছে
নিঃস্তব্ধ এই অন্তরে,
দিয়েছি তারে স্বাধীনতা
ফিরাবোনা আর সেগুন বাগিচাতে।

সহস্র জনমের সাধনাটি তার
ভাঙতে চাইনা পলকে,
মিশে যাক সে অজানায়
মরু-প্রান্তর কিবা হাওয়াতে।

যত খানি বুকে ভালোবাসা ছিল
দিয়েছি যে তারে বিলিয়ে,
হৃদয় ড্রয়ারের খসড়া ভেবে
হয়তোবা দিয়েছে জ্বালিয়ে।

তবুও তারে কভূ করিনি দোষী
গোধূলীর রং এ রাঙিয়ে,
ঘুমিয়ে থাক সে বোকা বাঙালিনী
রঙিন শাড়ী দেহে জড়িয়ে॥
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৭৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৩/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রাধাশ্যাম জানা ০৫/০৪/২০১৫
    Kobita valo..sundar biboron..!
  • রফিক রায়হান ১৬/০৩/২০১৫
    ভালো হয়েছে
  • ভালো লেগেছে
  • নাজমুল আহসান ১৫/০৩/২০১৫
    আধুনিক সাহিত্যে স্ত্রি লিঙ্গের ব্যবহার নেই বল্লেই চলে । বাঙালিনী এর স্থলে বাঙালি হবে ।
    জ্বলিয়ে নয়-জ্বালিয়ে । ড্রয়ার হবে ।রাঙিয়ে হবে । থাক-এ হষেন্তর ব্যবহার কেন হবে ? প্রেয়সীর প্রতি অভিমান ঝরানো লেখাটিতে দহন-জ্বালা স্পষ্ট । লেখাটির প্রবাহ যদি আরো গতিশীল হতো তবে এটি আরো প্রানবন্ত হতে পারতো । ধন্যবাদ ।
    • অশেষ ধন্যবাদ। কোন অভিধানে এ রকম দেখিনি।
      বিশেষ প্রয়োজনে সাহিত্যে যে কোন শব্দ ব্যবহার করা যায়। একজন সাহিত্যের ছাত্র হয়ে একথা বলতে চায়।
      • নাজমুল আহসান ১৬/০৩/২০১৫
        সাহিত্যের ছাত্র মানে ভাল সাহিত্যিক এমন মনে করার কোন অবকাশ নেই । কবিতার প্রয়োজনে কবি নতুন শব্দ আবিষ্কার ও করতে পারেন কিন্তু একটি ভুল শব্দ ব্যবহার করে সেখানে দাম্ভিকতা কে জুড়ে দিতে পারেন না । অভিধান না খুঁজেই বললেন- দেখিনি ? বানান ভুল হতে পারে অসতর্কতাজনিত কারনে । কিন্তু খুব সাধারন একটি শব্দের বানান ভুল করে এর বৈধতা চাওয়া নিশ্চয়ই বাংলা সাহিত্যের ছাত্রদের কাজ নয় । অনেক অনেক ধন্যবাদ ।
  • ভালবাসা, ভালবাসা।
  • সবুজ আহমেদ কক্স ১৪/০৩/২০১৫
    দারুন
 
Quantcast