রাতপ্রহরীর মিথ্যে প্রলাপ
    মধ্যরাতের ঘুমন্ত ঝিঝিপোকাও জানে-
পাশের বাড়ির নিভে যাওয়া প্রদীপ
অতঃপর নীরবতা ভেঙ্গে
আমার স্বপ্নের জাগরন,
যেখানে নেই বাস্তবতার অগ্নিশিখা
নেই মিথ্যে নাটকের আস্তরন ।
 
আবার অহেতুক কল্পনার জাল
শিহরনের পাহাড় নিয়ে দাঁড়িয়ে তুমি,
এ তুমি সে তুমি নও !
আমি চমকে উঠি,বারবার
অন্ধকার অরন্যপ্রান্তে
রক্তলাল সিঁদুরের উর্বর জমি ।।
পাশের বাড়ির নিভে যাওয়া প্রদীপ
অতঃপর নীরবতা ভেঙ্গে
আমার স্বপ্নের জাগরন,
যেখানে নেই বাস্তবতার অগ্নিশিখা
নেই মিথ্যে নাটকের আস্তরন ।
আবার অহেতুক কল্পনার জাল
শিহরনের পাহাড় নিয়ে দাঁড়িয়ে তুমি,
এ তুমি সে তুমি নও !
আমি চমকে উঠি,বারবার
অন্ধকার অরন্যপ্রান্তে
রক্তলাল সিঁদুরের উর্বর জমি ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        জাহিদুর রহমান ১৪/০২/২০১৫ভাল লাগল
 - 
        মো ফয়সাল রহমান ১২/০২/২০১৫valo
 - 
        জহির রহমান ১২/০২/২০১৫দারুন সুন্দর! শুভেচ্ছা ও শুভ কামনা কবির জন্য...
 - 
        সবুজ আহমেদ কক্স ১২/০২/২০১৫darun @@@@ laglo
 - 
        ফিরোজ মানিক ১২/০২/২০১৫সুন্দর কাব্যিকতা।
 - 
        হাসান ইমতি ১২/০২/২০১৫ভালো লেখা
 - 
        অ ১১/০২/২০১৫সুন্দর লেখা ।
 
