www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মন বলছে মামা তুমি ভালোই আছো

পুকুর পেরিয়ে মাঠ । মাঠ পেরিয়ে বন । সেই বনের ভিতর বাঘ । আর বাঘের পেটে আমার সেজ মামা । সেজ মামার গলাতে ঝুলছে লকেট । সেই লকেটে – আমি । মানে আমার ছবি ।
সেজ মামা যে আমাকে খুবই ভালোবাসত । যে আমাকে চুল বাঁধার জন্য লাল টুকটুকে ফিতে এনে দিত , পুতুল এনে দিত , মেলাতে নিয়ে যেত । সেই সেজ মামা আজ বাঘের পেটে !
কি এমন হয়েছিল যে , আজ মামা বাঘের পেটে ? নিমাই মাঝি সেজ মামাকে ডেকে নিয়ে গেছিল ; বনে নাকি নতুন বড়ো বাবু এইচে ! তার জন্য ইলিশ মাছ ধরতে হবে রায়দিঘি নদী থেকে । তা কি একটুখানি কথা ! অত্ত জলে কি আর মাছ ধরা যায় গো ! আর মামা ও তেমনি কি দরকার বাপু । বড়ো বাবু এলেই বা কি ; সে কি তোমায় দুটি চাল দেবেন নাকি দুটি কাপড় দেবেন ?





.......................................ভালো লাগলে গল্পের বাকি অংশটা পোস্ট করবো ।
তারপর কি হল সেজ মামার ?? মামা কি করে গেলেন বাঘের পেটে ?? আর নিমাই মাঝিই বা কোথায় ??
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৪৭০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast