www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চাওয়া

আমি চাইনা ফিরে সুবেদারের
টাকায় আট মন চাল ।
আমি চাইনা ফিরে লর্ডের আমল
নবাবের ইন্তেকাল ।
আমি চাইনা আমল পাকিস্তানের
শোষণ নির্যাতন ,
আমি চাইনা আমার দেশে আসুক
শৈরাচারের শাষণ ।
আমি চাইনা আর গৃহ যুদ্ধ
দ্বন্দ দেশবাসির
আমি চাইনা বলুক মায়ের চেয়ে
দরদ বেশি মাসির ।
আমি চাইনা এমন রাজনীতি যা
তোষামোদ ছাড়া অচল,
আমি চাইনা আমার জনতার চোখে
আবার আসুক জল ।
আমি চাইনা রাষ্ট্র যেথায় মানুষ
সাপুড়ের বীণে নাচে
আমি চাইনা রাষ্ট্র যেথায় মানুষ
মূর্খের মত বাঁচে ।
আমি চাইনা রাষ্ট্র যেথায় মানুষ
হাজার ভয়ে ভীত
আমি চাইনা রাষ্ট্র দুর্নীতি যেথা
ফুলে ফেঁপে স্ফিত ।
আমি চাইসে রাষ্ট্র বীর বাঙালীর,
বায়ান্ন একাত্তরের ।
আমি চাইসে রাষ্ট্র স্বপ্ন ছিল যা
ভাষানী ফজলুলের ।
আমি চাইসে রাষ্ট্র মানুষ যেথা
সচেতন নাগরিক ,
আমি চাইসে রাষ্ট্র জনগন যেথা
দুর্নীতিকে বলে ধিক ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৯৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জাহিদুর রহমান ০৭/০২/২০১৫
    Ekdin amra jitboee
  • জাহিদুর রহমান ০৬/০২/২০১৫
    Amrao chaina.
  • রাধাশ্যাম জানা ০৪/০২/২০১৫
    Porlam,khub sundar chandamoy kobita...
  • নাজমুল আহসান ০৪/০২/২০১৫
    আমি এমন রাষ্ট্র চাইনা যেথায় সোনালি সম্ভাবনা ছাই হয়ে যায়
  • ফিরোজ মানিক ০৪/০২/২০১৫
    প্রথম লেখাতেই তো ফাটিয়ে দিলেন কবি। অনেক ভাল লাগলো, শুভেচ্ছা রইল।
  • আতিক রহমান ০৪/০২/২০১৫
    চা পূর্ণ হোক...... এই কামনা সবার।
  • সবুজ আহমেদ কক্স ০৪/০২/২০১৫
    ভাল লাগলো .........।......
    সো ফাইণ
  • সুব্রত দাশ আপন ০৪/০২/২০১৫
    আপনার চাওয়া পাওয়ার সাথে আমিও একমত। আমরা শোষন, নির্যাতন, আমরা গৃহযুদ্ধ, দুনীর্তি চাই না। আমরা শান্তির পথে এগোতে চাই।
  • খুব সুন্দর। আমি আপনার সাথে একমত।
  • আপনার সকল আশাই পূর্ন হোক সেই শুভ কামন। আসরে আপনার প্রথম লেখা। দারুন লিখেছেন। ভালো লাগলো। আপনাকে তারুন্যে স্বাগতম। চালিয়ে যান।
 
Quantcast