www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আজ নদী হবে তুমি

তোমার সুপার ন্যাচারাল ক্ষমতা দিয়ে এই বোকা বাক্স ভেদ করে আজ নদী হবে এই আমার সামনে ।
আমি মুছার সেই ম্যাজিক লাঠি ছুঁইয়ে দেব তোমার নদীতে । তোমার বুক দু'টুকরো হবে ,সেখানে নীল সবুজ একটা পথ হবে , দু'পাশে সবুজ মসৃন ঘাসের কার্পেট আর ঝোপঝাড়ের ছোট জঙ্গলে আমার দু চক্ষু জুড়িয়ে যাবে ।আমি বাড়ি বানাবো তোমার বাঁ'দিকের বুক বরাবর আর তোমার যে দুহাত নদী হয়ে দুদিকে বয়ে গেছে সে দুহাতে আমি গুচ্ছ গুচ্ছ শিউলি হাস্নাহেনা আর সন্ধ্যামালতি ফুল দেব - তোমার নদীতে চুল ভেজাব
-চোখে নেব তোমার টলটলে কাকচক্ষু জল -তুমি সেই চোখ দেখে দেখে ফের নতুন নদী হবার ইচ্ছে করে মরে যেতে চেও - আমি কিছু বলবো না বিশ্বাস কর !
এই শোন - তুমি কিন্তু ওরকম রেগে যেও না , রেগে গিয়ে লাল চোখে আমার দিকে তাকিও না ।
তাহলে কিন্তু আমিও এই তোমার সামনে পুড়তে পুড়তে গলে জল হয়ে যাব ।তুমি তখন সেই জল হাতে নিলেই দেখতে পাবে আমি বাস্প হয়ে গেছি ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৮৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Înšigniã Āvî ০৮/১০/২০১৩
    দুর্দান্ত..... ভীষণ ভীষণ ভাল,
    পড়তে পড়তে এক ঘোর লেগে যায়......
    মন চায় হারাতে
  • চমৎকার হয়েছে।যদিও একটু রহস্যময়।আরোও সহজ সাবলীল হলে খুবই ভালো লাগতো।তবুও ভাল. লাগলো।ধন্যবাদ।
  • খুব ভাল লাগল নাহার আপা।
  • অসাধারণ প্রকৃতির রূপ রস নিয়ে কোরান তাওরাত এর ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে লেখা এমন চমৎকার বিষয় খুব অল্পই দেখা যায়। খুব ভালো লেগেছে
 
Quantcast