www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রতিটি বিকেলে তোমার কথা ভাবি ইদানিং

প্রতিটি বিকেলে তোমার কথা ভাবি ইদানিং
বিকেল হলে চা খাওয়ার মতন করে
অথবা ঘুরতে যাওয়ার মতন করে
তোমার কথা ভাবতে
ভাল লাগার মত করে ভাবতে -
অনেকটা সময় চলে গেল
কতটা ?
হয়তো অনেকটাই ।
ভেবে ভেবে এখন
খুব সুন্দর একটা সন্ধ্যা একাকী কাটানো
আমার নিয়ম করে নিয়ম হল ।
দুপুরগুলো পাতা কুড়োনোর মতন হলো --
বৃষ্টিগুলো হলো হাসি হাসি দুঃখ অনুভব --
অথচ ইচ্ছে হলেই
তোমাকে ডেকে পার করতে পারি
দুর্দান্ত দুপুর অথবা সন্ধ্যা ,
কিন্তু ইদানিং আমার ইচ্ছে গুলো
আমার সাথেই বিদ্রোহ করে
দীর্ঘশ্বাসে একা একাই
পদ্ম কুড়ায় অথবা শিউলিফুল ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৮১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Înšigniã Āvî ২২/০৯/২০১৩
    sorry for the typing mistake,
    বড় স্মৃতিমেদুর কবিতা বা স্মৃতিমেদুরতায় ভরা কবিতা লিখতে চেয়েছিলাম
  • Înšigniã Āvî ২২/০৯/২০১৩
    খুব ভালো লাগলো
    সবার সাথে সুর মিলিয়েই বললাম শেষ ৩লাইন অসাধারণ,
    আর স্মৃতিমেদুরতায় বড় কবিতা
  • খুব সুন্দর ভাবের অবতারণা করেছেন।লাইন বিন্যাস এ একটু নজর দিলে কবিতা টি আরও সুন্দর হতো।
    • নাজমুন নাহার ২২/০৯/২০১৩
      লাইন গুলো ঠিক করলাম ।আশা করি এখন ঠিক ভাল লাগবে ।
      তাই না ? শুভকামনা জানবেন ।
  • সালমান মাহফুজ ২১/০৯/২০১৩
    শেষের ৩ টি লাইন অসাধারণ লেগেছে । শুভ কামনা রইল ।
 
Quantcast