www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফাঁকিবাজি

ছাত্র হিসেবে কখনও আমি খারাপ ছিলাম না । সব সাবজেক্টেই সব সময় কম বেশি ভালো মার্ক তুলেছি । হোমওয়ার্ক বলতে গেলে সব সময় নিয়ে যেতাম । তাই , কখনও ক্লাস ফাঁকি মারতে হয় নি । তবে , ঐ দিনটা ভিন্ন ছিল । সেদিন প্রথম পিরিয়ডেই ছিল পূর্বে ঘোষিত উচ্চতর গণিত পরিক্ষা । আর , পরিক্ষার বিষয় ছিল , ফাংশন এবং ত্রিকোণমিতি । এ দুটি আমার চূড়ান্ত আতঙ্কের নাম । আমি ঘাবড়ে গিয়েছিলাম । তাই , মনে মনে চিন্তা ছিল , “ যেভাবেই হোক ক্লাস ফাঁকি মারতেই হবে । যখন স্কুলের প্রধান ফটকের সামনে আসলাম , দেখালাম , আমার অন্যন্ত প্রিয় চার জন সহপাঠী আসতেছে । তাদের চোখে মুখে তীব্র ভয় , তাদের চেহারা ফ্যাকাশে হয়ে আছে । দূর থেকেই দেখালাম তারা কি যেন পরামর্শ করে করে আসছে । আমার বুঝতে দেরি হল না , তারাও আমার মত আসামি হতে যাচ্ছে । অপরাধ হল , পরিক্ষা ফাঁকি মারার প্লেন । যখন কাছে আসল , বিষয়টি সম্পর্কে নিশ্চিত হলাম । আমি তাদের সাথে পরামর্শ করলাম , প্রথম পিরিয়ডে না গিয়ে দ্বিতীয় পিরিয়ডে ক্লাসে ঢুকব । তাহলেই হয়ে যাবে । আর যেহেতু , শ্রেণী পরিক্ষা তাই অনুপস্থিত থাকলে সমস্যা নেই , তবে কম মার্ক পেলে সমস্যা । পারস্পরিক কথোপকথোন চলল ;
-“ যেভাবেই হোক স্কুলের ভিতরে যাওয়া যাবে না । স্কুলের বাইরে থাকতে হবে । “
-“ কিন্তু , বাইরে থাকলেও তো সমস্যা , গার্ড নোটিশ করে দেয় যদি । আবার , যেকোন স্যার দেখে ফেললেও তো বিরাট সমস্যা হবে । “
-“ তাহলে , এক কাজ করি , হাউজিং এর টিলার ঐ খানে চলে যাই । এই সময়ে কোন স্যারকে এখানে আসা যাওয়া করার কথা না । “
-“ ঠিক কথা , অপি । “
আমিও সমর্থন করলাম । সবাই সমর্থন করলাম ।
সবাই হাউজিং এর দিকে রওায়ানা দিলাম । এমন পদক্ষেপ ও চলন ছিল , যেন মনে হচ্ছিল আমরা লোক চক্ষু আড়াল করে যাচ্ছি অথবা চুরি করে স্বাভাবিক ভঙ্গিতে হাটতে গিয়ে , ভাব নিতে অপরাধের দাগটুকু প্রকাশ করে দেওয়ার মত । আমরাও তখন অপরাধী ছিলাম ।
অবশেষে স্যারদের বুঝতে না দিয়েই গন্তব্য স্থলে পৌছলা । টিলার এক পাশে অবস্থান করলাম । তখন বেলা ১১ টা । আর সূর্য প্রায় মাথার উপরে । বেশ গরম লাগছিল । লোকজন নেই সেখানে । কিছুক্ষণ সবে মিলে হাসাহাসি করলাম । আমাদের মাঝে যেন বিন্দুমাত্র অপরাধবোধ করছিল না তখন । তখন , সবার মাথায় আসল , এখানে স্কুল ফাঁকি মারতে অনেকেকেই আসতে শুনেছি । তুহিন বলল , অনেকে এখান থেকে ধরাও পড়েছে । স্যারদের কাছে এই স্থানটি ছাত্রদের ফাঁকি মারার স্থান বলে চিহ্নিত ।
-“ কি মিয়া তুহিন ! আগে বল নাই কেন ? “
- “ মনে ছিল না । কিন্তু সমস্যা না । দেখ কেউ নেই । “
অপি বলল , “ যদি কেউ দেখে ফেলে আর স্কুলে খবর দিয়ে দেয় তখন ? “
হাবিব বলল , “ চিন্তা কর না । কিছুই হবে না ।“
ঠিক তখন দেখলাম , দুই জন লোক হাতে বটি নিয়ে আসছে আমাদের দিকে । কালো , পাথুরে দেহ ।
আমাদের মাঝে আতংকের সৃষ্টি হল । আমারা বিপরীত দিকে হাঁটতে শুরু করলাম । কিছুক্ষণ পর , সবাই হাউজিং থেকে বেরুনোর পথের দিকে দিলাম দৌড় । জনকোলাহলে চলে এলাম । ওদের ভয় কাটল । তারা কে ছিল ? এখনও মাঝে মাঝে নিজেদের মাঝে আলোচনা করি ।
তখন , প্রথম পিরিয়ড শেষ হয়ে যাবার সময় এসে গেছে । আমরা স্কুলের দিকে রওয়ানা দিলাম । স্কুল গেটে আসতেই একজন স্যার ।
-“ কি ব্যাপার ? কই ছিলেন আপনারা ? “
-“ আসলে স্যার আমরা একই লেগুনা দিয়ে এসেছি । মাঝ পথে লেগুনার সামনের ডান চাকা পাঞ্চার হয়ে গিয়েছিল ।তাই লেট হয়েছে ।“
-“ঠিক আছে যান ।“
স্যার যেতেই আমরা ক্লাসের দিকে দৌড় দিলাম । আমদের মুখে হাসি , পায়ে চঞ্চলতা । চেহারায় বিজয়ে চিহ্ন ।
কিন্তু বিল্ডিং এ আসার পরই দেখি সাব্জেক্ট টিচার নিচে দাঁড়ানো । আমরা দেখেও না দেখার ভান করলাম ।
তখন আমাদের পায়ের গতি আরও বেড়ে গেল । কিন্তু , মুখে আর হাসি রইল না । তখন মনের মাঝে প্রশ্ন ,
-“ তাহলে আমরা কি বিজয়ী না ? স্যার এখানে কেন ? ক্লাসে কে ? পরিক্ষা কি হয় নি ? “
সহসা আমাদের সবার দাঁতের পানি শুকিয়ে গেল । ক্লাসে গিয়ে দেখি অন্য স্যার । জানতে পারলাম , পরিক্ষা পরের পিরিয়ডে । তারপর আরও জানলাম , এই মাত্র রেজিস্ট্রেশন ফর্মে সবার সাইন নেয়া হয়েছে । নেয়া হয়নি আমাদের । পরে অনেক জটিলতা পেরিয়ে সাইন দিয়েছিলাম সবাই । সে কথা গোপনই থাক ।
পরের পিরিয়ডে পরিক্ষা দিয়েছিলাম । প্রত্যেকেই ২০ এর মাঝে ৪ এর নিচে পেলাম ।
রসাত্মকভাবে স্যারের কাছে ঘটনাটি বর্ণনা করলাম । স্যার বললেন , “ কিসমতের খেলা বদলানো যায় না । “
মাঝে মাঝে ভাবি লাভের ক্ষেত্রে লোকে বলে , “ এক ঢিলে দুই পাখি মারলাম । “
কিন্তু আমাদের ব্যাপারে কি হবে ?
মনে মনে আজও বলি , “ ফাঁকিবাজি ‘সবার জন্য প্রযোজ্য নহে’ । “
এটিই ছিল স্কুল জীবনে প্রথম ফাঁকি , ব্যর্থ ফাঁকি আর শেষ ফাঁকি ।
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৮১৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/১২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ঠিক বলেছেন, ফাঁকিবাজি সবার জন্য প্রযোজ্য নয়। ভালো লাগলো।
 
Quantcast