www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কালের অনুরোধ একটি লিফাফা

সেদিন খুব বেশিই বৃষ্টি হচ্ছিল।এখন প্রায়ই বৃষ্টির দিনে, বিশেষ করে বিকেলবেলা বৃষ্টি হলে প্রায়ই বারান্দায় বসে কফি পান করি, কখনও আবার বই পড়ি, আবার কখন গান শুনি। বিশেষ করে বাদলের দিনে কবিগুরু রবীন্দ্রনাথ এর " আজ ঝর ঝর মুখরো বাদলে দিনে " অথবা " পাগলা হওয়ার বাদল দিনে " গানটি শুনি। তাও ভালো বীট আছে এমন হেডফোন দিয়ে।বন্যার কন্ঠে গানগুলো শুনতে বেশীই ভালভাসি।তো ঐ দিন ও বিকেলবেলা বারান্দায় বসে কফি পান করছিলাম আর কবিগুরুর গানগুলো শুনছিলাম।তখন মনে হচ্ছিল, গানগুলো বৃষ্টি বিলাসিদেরই উৎসর্গ করে রচনা করা হয়েছিল। চিন্তা করছিলাম তখন। হঠাৎ কিছু ছেলেদের ব্যাট বল নিয়ে মাঠ থেকে ফিরে আসতে দেখলাম।যখন তারা আমার বাসার সামন দিয়ে অতিক্রম করে যাচ্ছিল তখন হাকিমকে ডাক দিয়ে বললাম, " কি রে উদাস বাউলদের গদা! মুখ বাকা কেন? " সে উঠে বলল, "নাসিফ ভাই, প্রতিযোগিতা  ছিল পাশের পাড়ার টিমের সাথে।বলিং তো করলাম, কিন্তু যেই আমাদের ব্যাটিং এল, তখনই তাদের চোখে যেমন কম রানে অল আউট হয়ে ম্যাচ হারার ভয়ে অশ্রু ঝরছিল, তখন বিধাতা তাদের পক্ষ নিয়ে আসমানকেউ কাদার নির্দেশ দিলেন।বুঝলেন? " "বুঝলাম,তাহলে তোমাদের আর ব্যাটিং হল না।আর কবে খেলা? " "পরিক্ষা শুরু রোববার থেকে।এই মাসে আর খেলা হবে না।"বলে হাকিম আর তার ক্রিকেট টিমের উদিয়মান টাইগাররা চলে গেল।তখন মনে মনে চিন্তা করলাম, আমি এই পর্যন্ত  মাত্র একটি ক্রিকেট টুর্নামেন্ট খেলেছি, তাও সে ম্যাচ বৃষ্টিজনিত কারণে স্থগিত হয়ে যায়।সে দিন কিনা কষ্ট পেয়েছিলাম।আর পরে পরিক্ষা শুরু হওয়ার কারণে ম্যাচটির পরবর্তী অংশে থাকতে পারিনি।এই জন্য, বৃষ্টির উপর আমি দীর্ঘকাল ক্ষুব্ধ ছিলাম।আসলে,তখন আমি ক্রিকেট খেলতে খুব ভালোবাসতাম।আর মেঘ বৃষ্টি হলেই মাঠ নষ্ট হয়ে যেত। বহু দিন খেলা হত না কখন কখনও।এই জন্য বৃষ্টিকে খুব ঘৃণা করতাম।কিন্তু,এখন আর ক্রিকেট খেলা হয় না।হয়তো বিকেলবেলায় বের হয়ে খেলার মাঠে যাওয়ার সময়ই নেই বলে।তাই, বৃষটির সাথে এখন আমার কোন শত্রুতা নেই।বৃষ্টি এখন ভালবেসে ফেলেছি
। তাকে অনুভব করতে শিখেছি,কখনওবা তার উপস্থিতে রসময় কবিতাও রচনা করতে পারি।তারপর মনে মনে বললাম,
"ধাপে ধাপে জীবন হয় পার,
আগে যা ভালো লাগেনি,
এখন তা ভালো লেগেছে,
নিত্য জীবন প্রিয় যার যার।
এতটুকু পরিবর্তন তো সামান্য নয়,
কেন তবে ঘটে এমন আসে না আমার    বোধে,
সকলই বদলায়, কালের ধারায়,                                      
কালের অনুরোধে।"
ঠিক তখন জোরে মেঘের গর্জন হল।আমার     খেয়াল ভেঙে গেল।তখন লক্ষ্য করলাম, মগের কফি ঠান্ডা হয়ে গেছে!
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৮৬৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/১১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • গাজী তৌহিদ ১৪/০২/২০১৬
    ভালো হয়েছে।
  • পরশ ২৭/১১/২০১৫
    চিন্তা করে দেয়া উচিত
  • হাসান কাবীর ২৬/১১/২০১৫
    বাহ!
 
Quantcast