www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমি সাক্ষী নির্মমতার

আমি নিজে সাক্ষী ,
আমি প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন ,
আমার চোখ দু’টো দেখেছে শিশুটির কাতরতা ,
মন বুঝেছে তার ব্যাথা ,
কান শুনেছে তার চিৎকার ,
করতে পারিনি তার সামান্য উপকার।

আমি নিজে সাক্ষী ।।

তার চিৎকারে গগন ভেঙ্গেছে ,
গগন কেদেছে ভিজিয়ে মৃত্তিকা বালি ,
সবারই তো আজ মন পাষাণ ,
কালিমাখা সব নিষ্ঠুর প্রাণ ।

আমি নিজে সাক্ষী ।।
আমি প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন ।
আমি প্রত্যক্ষদর্শীদের মধ্যেই একজন ।

এ জগতের আজ এ কি রূপ ! কোমল পাপড়ী হয়ে উঠে পাষাণময় ,
নির্মল প্রাণে তাই আজ জীবন শঙ্খার সংশয় ।
সত্যিই কি করেছে পিতা তার পুত্রের কাছে প্রত্যয় ?
তবে কেন হায় ! পুত্রের সমান কারও উপর সে হানা লয় ।

আমি আজ সাক্ষী ......

আমার প্রাণের দ্বার খুলেছে আজ ,
মনে মনে সামান্য লাজ ,
‘এইটুকু প্রাণ , কুসুমের সমান’-এ যদি হাসি ফুটাতে না’রি ,
বৃথা জন্ম আমার , বৃথা জন্ম পিতার , বৃথা জন্ম মানবের সারি সারি ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৫০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/১০/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ঋজু কবি ২৬/১০/২০১৫
    অসাধারন ভাবনা । খুব সুন্দর । অন্যন্য ।
 
Quantcast