www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমি চারিটি বসন্ত করেছি পার

আমি চারিটি বসন্ত করেছি পার ,
কোকিল নাহি ডাকিল তাহার মিষ্টি সুরে ,
তোমার নুপূর নাহি বাজিল ,
জীবনে মোর আধার নামিল ।

আমি চারিটি বসন্ত করেছি পার ,
করেছি কত ফেরফার ,
চারিটি বসন্ত যেন চারিশত বৎসরের মতন ,
করিনি এতদিন নিজের সামান্য যতন ।

আমি চারিটি বসন্ত করেছি পার ।।

আমি চারিটি বসন্ত করেছি পার ,
তোমার হেরিতে ,
কাল নাহি হয় কাল , অপেক্ষায় ,
যখনই যাহি হেরিতে , মুহূর্ত কাটে মুহূর্তে ।

আমি চারিটি বসন্ত করেছি পার ।।

নিশ্চুপ , নির্বাক ,
অতন্দ্র , জাগ্রত নয়ন ,
আর থাকিবে কত কাল ?
এতটুকু কাল , আমারই জ্ন্য মহাকাল ,
একাকীত্ব বৃক্ষগুলো মেলিছে আজ আধারেরও ডাল ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৩৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/১০/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দারুন লিখেছেন।
    ভাল লাগলো।
  • মোবারক হোসেন ১৮/১০/২০১৫
    ভাল লাগলো।
  • পরশ ১৭/১০/২০১৫
    দারুন
  • এস এম সাব্বির ১৭/১০/২০১৫
    ভালো লাগলো
  • সুন্দর
  • এস এম সাব্বির ১৬/১০/২০১৫
    সুন্দর
  • শমসের শেখ ১৬/১০/২০১৫
    ভালো লিখেছেন তবে নামকরনের বিষয়টা আরো গুরুত্ব দিতে হবে। কবিতার ছন্দেও যথেষ্ট খেয়াল দিতে হবে।
 
Quantcast