www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমি একলা বাজাই বাঁশি

কি করেই না দিন কাটে ,
একা নীরবে বাঁজাই বাঁশি আনমনে ,
এই বাঁশি ভালোবাসার বাঁশি ,
সুর দিতে না জানি ,
তোমাকে স্মৃতির বিস্ময়ে বার বার আনি ।
তোমার জন্য ভালোবাসার দ্বার ,
নিত্য খোলা রাখি ,
পাশ কোনে বসে স্মৃতির দিনগুলো স্মরণে
এমনি জলে ভেসে উঠে আঁখি ।
আমি আনমনে বাজিয়ে যাই বাঁশি ।
‘ তুমি সহসা সহসা আস ,
সহসা ভালোবাস , সহসা যাও চলে । ‘ ,
এমনি বলেছি রোজ ,
কতদিন হল কাল ,
এখনও তো নেও নি কোন খোঁজ ।
তবু কি হায় !
অন্য কাউকে জড়ালে তোমার মায়াতে !
চিন্তা কর না ,
পাশে নাই বা থাকি তোমার , তবু রাখব তোমায় ছায়াতে ।
হয়তো , একদিন পার ফিরতে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৯/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর
  • নির্ঝর ৩০/০৯/২০১৫
    অনেক ভাল লেখা চালিয়ে যান
  • আবেগ প্রচুর। নীরবে বাঁশি বাজানো কি রূপক অর্থে ? কারন বাস্তবে তা সম্ভব নয়।
    • নিরবে বাশি বাজাই আনমনে বলতে যখন বাশি বাজাই তখন মন নিরব থাকে , এমন পরিবেশে বাজাউ তাও নিরব থাকে আর এক মনে বাশি বাজিয়ে যাই । একটূ বুঝে প্রশ্ন তুল্অবেন , বিজ্ঞ বন্ধু । অব্শ্যই আপনি আমার চেয়ে ভালো বুঝেন ।
      • যদি মন্তব্যের প্রয়োজন না থাকে , তাহলে বলার নেই। অনর্থক অপমান ব্যঙ্গ করবেন না। রূপক অর্থর তাত্পর্য বোঝেন নি, তাই অদ্ভুত ব্যাখ্যা দিয়েছেন।
  • Besh likhechn Kobi bondhu
 
Quantcast