www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ব্লগিং এ স্বাধীনতা বনাম অনধিকার চর্চা এবং আইন

বর্তমান যোগে লেখনী , ধ্যান , ধারণাকে মানুষে মাঝে সহজে ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে ‘ব্লগ’ এর প্রয়োজনীয়তা অপরিসীম । এক্ষেত্রে নিঃসন্দেহে বলা যায় যে , জ্ঞানের বিস্তার ঘটে । পাশাপাশি নিজের মতবাদকেও পুষ্ট করা যায় । কিন্তু এই ব্লগ উন্মুক্ত হওায় বেশ কিছু সমস্যারও সৃষ্টি হয় বটে । যেমন , অনেক সময় যেকোন ব্লগার অন্যের ধর্ম বা সংস্কৃতি নিয়ে যে কটু মন্তব্য করে বা লেখনী লেখে ফেলে । এর দৃষ্টান্ত বিরল নয় । প্রচুর ব্লগার এরকম পাওয়া যাবে । বিশেষ করে মুক্তমনা ব্লগ যেটি , সেটা অপমন্তব্যকারীদের কারখানা । যাই হোক , এতে যে কত বড় ধরনের অসুবিধা হয় এ সম্পর্কে আমরা সম্যক অবগত । কিন্তু , যখন এই লেখার জন্য ঐ ব্লগারকে প্রশ্নবিদ্ধ করা হয় তখন সে তার স্বাধীনতাবোধের  চেতনার প্রকাশ করে এভাবে , “ আমার কথা বলার স্বাধীনতা আছে , মত প্রকাশের স্বাধীনতা আছে । “ কিন্ত বাস্তব ভিন্ন ও অনেক কঠোর । ধর্মীয় অনুভূতিতে আঘাত , প্রচলিত প্রথার বিরুদ্ধে কটুক্তি করা কখনও স্বাধীনতা হতে পারে না । এটা স্বাধীনতার অন্তর্ভুক্ত হতে পারে না । এটা শতভাগই অনধিকার চর্চা । কিছু , কুপ্রথা সমাজে তখন বিরাজ করত , যেমন ; বিধবা দাহ , এসব হৃদয়বিদারক ঘটনার বিরুদ্ধে সোচ্চার হওয়াটা স্বাভাবিক । কিন্তু প্রচলিত প্রতিস্টিত বিশ্বাস , প্রথা , ধর্ম সম্পর্কে কটুক্তি করা খুব নিন্দাজনক । এক এর বিরোধী হলেও এক হাজার কেন , এক লক্ষ জন্য এর পক্ষে । সমাজে নাস্তিক কয় জন ? আর আস্তিক কয়জন ? যদি এইসব লিখা হয় , ওই ধর্মের প্রবর্তকের দর্শনজ্ঞান খারাপ , ভুল , দুষ্ট , তাহলে তারা এরকম ইবাদাত কেন করে এসব অবশ্যই স্বাধীনতা চর্চার অন্তর্ভুক্ত হয় না । কারও ধর্ম সম্পর্কে উলটা পাল্টা কথা বলাটাও স্বাধীনতা নয় । প্রচলিত প্রথা , ধর্ম বিরুদ্ধে কথা বলা সংঘাত ও ধ্বংস লীলার কারণও হতে পারে । তাই এসব গালিগালাজ মূলক লেখনী প্রকাশ করার কোন মানে আছে বলে আমি মনে করি না । ব্লগিংকে সুন্দর করতে হবে । আর নাস্তিকতাবাদ যদি ব্লগিং এ প্রকাশ করার কারও ইচ্ছা থাকে সে করুক , তবে অন্য ধর্মকে গালি দিয়ে যেন তা না হয় । অন্যের ধর্মকে নিচু দেখিয়ে যেন তা না হয় । সেটা সুস্থ মস্তিস্কের একজন লোক বুঝবে বলে আমি মনে করি । আমার লেখনীতে নাস্তিকদের কথা তুললাম , কারণ ব্লগিং এ এরাই অনধিকার চর্চা করে যায় । আর এসব সংঘাতপূর্ণ বানী প্রকাশের প্রবণতা কমাতে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ কাজ এ দেশের সরকারকে করতে হবে । যেমন ;
১। ব্লগিং এ প্রকাশিত লেখালেখির উপর সরকারীভাবে একটা বিভাগ নজর রাখেবে । মোট সশিয়াল মিডিয়াগুলোর উপরও নজর রাখতে হবে ।
২। সংঘাতমূলক বাণি প্রচার করলে তার কার্যকরী ব্যাবস্থা নেয়া ।
৩। ই-কমপ্লেইন সেক্টর খুলা ।
এসব ব্যবস্থা নিলে এসব সংঘাতমুলক কথা নিরসন করা যাবে বলে মনে করি ।
একটা কথা মনে রাখতে হবে নিয়মনীতি আর নির্দিষ্ট গণ্ডীর ভিতর থেকেই স্বাধীনতা উপভোগ্য । স্বাধীনতা আছে বলে ছাদ হতে লাফ মারলে চলবে না । প্রাননাশের শতভাগ আশঙ্কা আছে ।
ধন্যবাদ পড়ার জন্য । আমি আশা রাখি , যদি আপনি সুবিবেকবান হোন তবে অবশ্যই আমার কথাগুলো আপনার মস্তিস্কে সুক্রিয়া করবে ।
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৫৫০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৭/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • একমত!!!
  • জহরলাল মজুমদার ১৫/০৭/২০১৫
    একমত
 
Quantcast