www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শিক্ষার আগুন

প্রাণ পিও ইসলামপুর আজ শিক্ষার অগ্নিবীণা
শিক্ষা নিয়ে প্রাণের খেলা রাজনীতিরি ঘৃণা।
সবাই খেলে রক্ত হোলি নীরব মানব প্রাণ
ফায়দা তুলে রাজনেতারা যাকনা ছাত্রের যান।
এটা কেমন রাজনীতি ভাই শিক্ষা নিয়ে খেলা
মানুষ নামি পশু মোর লাল রক্তে ভাসায় ভেলা।
মায়ের বুকের প্রাণের ছেলে আজ দুনিয়া গেলে ছেড়ে
একি শিক্ষার দক্ষিনার সরুপ দুটি কমল প্রাণ নিলো কেড়ে।
মায়ের চোখের মতি জল আর বাবার হতাশ আশা
যাকিছু আজ সব কেড়েছে নিষ্ঠুর উর্দু ভাষা।
সবাই বলে আমরা আছি নোংরা মানব নীতি
মানব রক্তে নতুন করে সাজায় রাজনীতি।
রাজনীতি আর লুলুপতার মিথ্যা তোতার বুলি
আজকে শুধু আতস বাজি বন্ধুক ভরা গুলি।
হতাশ আশা মিথ্যা ভাষণ মিথ্যা পত্রিশ্রুতি
রাজ আঙিনায় নরক বিনা নেই মানবের গতি।
কি অপরাধ ছিলো বলো নিরহ দুটি প্রাণের বলি !
জবাব দাও এমানব জাতি কেন খেলো গুলি।
আছে কি আজ জবাব তোদের রক্ত মাখা মুখে
মিথ্যাচারের পিপাসু হায়েনা আছিস মহা সুখে।
কি অপরাধ ছিল তাদের কোথায় ছিল ভুল
তাই বলেকি প্রাণের বলি ফুটে ওঠা ফুল।
আকাশ কাঁদে বাতাস কাঁদে কাঁদে স্বদেশ মাটি
নিরহ মানব রক্ত দানে মডার্ন শিক্ষা হলো খাঁটি।
চোখের জলের নেইকো দাম নেইকো মানব প্রেম
রাজনীতির বিষ ছোবলেতে সবাই খেলে গেম।

আর কত কাল এমন হবে মানব কাটা কাটি
এক মায়ের বুকের মাঝে পৃথক পাটা পাটি?
জাগো মানব ঘুরে দাড়াও হাতে নিয়ে লাঠি
অপরাধের রাজনেতা তাড়াও ভেঙে বুকের ছাতি।
দূরে থাকো রাজনীতি নিয়ে ধর্ম আবেগ ছেড়ে
হিন্দু মুসলিম জৈন খিষ্টান আসছে পিছন ধেয়ে।
আমরা মানব সবার আগে ধর্ম মানব হিত
আমরা যদি এক হয় তবেই বাজতে মানব গীত।
হিংসা ছাড়ো রাজনীতি আর মিথ্যা ধর্ম খেলা
সকল জাতি একক মানব ভাসাও সুখের ভেলা।
এসো কাছে বুকের মাঝে সকল জাতি ভাই
ভুলি জাতি বিদ্বেষ এক সঙ্গে এক থালাতে খাই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪০৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৯/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আলো ২৪/০৯/২০১৮
    সুন্দ র
  • চমৎকার
  • মানুষ ভালো হলেই সব ঠিক হবে।
  • মানব গীত
 
Quantcast