www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রেমের ব্যাথা

চোখের যত স্বপ্ন ছিলো, মনের যত আশা,
যা কিছু সব নিয়ে গেছে আমার ভালোবাসা।
আজ শুস্ক চোখে পূর্ণ জল, কাঙাল মনের ক্ষত,
সহিতে নাহি পারে এমন ব্যাথার বোঝা যত।
প্রাণ যে কাঁদে মন হারিয়ে, প্রিয়া গেছে নিয়ে
মুখের হাসি কেড়ে নিয়ে যন্তনা গেছে দিয়ে।

কেন প্রিয়া এমন হলো কোথায় ছিল ভুল
ভালোবেসে সব হারিয়ে দেখছি সরষে ফুল।
চোখের পাতা মিটি মিটি যায়না কিছুই দেখা
যায়না হাতে তুলি নিয়ে তোমার ছবি আঁকা।
সেদিন তুমি আসে কাছে করেছিলে কিস
এখন আমি বুঝে গেছি ওটাই ছিল বিষ।

কাল বিষতে জ্বলে হৃদয় লাল রক্ত হলো কালো
মনের খুশি হারিয়ে গিয়ে নিভল চোখের আলো।
প্রিয়া তুমি বলেছিলে দিবেনা কোনো ব্যাথা
পারলে নাতো রাখতে ধরে তোমার দেয়া কথা।
আরো তুমি বলেছিলে জীবন সাথী হবে
সুখে দুঃখে সারা জীবন আমার হয়ে রবে।
নাইবা পারলে রাখতে ধরে তোমার দেয়া কথা
তাই বলে কি দিয়ে যাবে প্রেম হারানো ব্যাথা।

ভুল করোনি প্রিয়া তুমি ভুল যে ছিল মোর
তাইতো এখন সব হারিয়ে দেখছি চোখে ঘোর।
হাত চলেনা পা চলে না যায়না মুখে বলা
সরে গেছে পায়ের মাটি যায় কি বল কি চলা।
হায়রে বিধি প্রেমের খেলা বুঝে কেরে বল
মায়া পরীর রুপের লীলায় রঙ্গিন ছলা কল।
আমার প্রিয়া বাসতভালো আসতো সকাল সাঝে,
আজকে কেন এমন হলো তোমার আমার মাঝে?
দোষ কি আমার ছিল বলো কোথায় ছিল ভুল
সাগর মাঝে ভাসছি এখন না পেয়ে কোনো কূল।

তবুও প্রিয়া দোয়া করি অনেক ভালো থেকো
আবার কোথাও সামনে এলে একটু ঘুরে দেখো।
আরও দোয়া করি প্রিয়া চির সুখী হও
সারা জীবন তুমি যেন অমর হয়ে রও।

দুহাত তুলে দোয়া করি অমর প্রেমের দান
পারলে প্রিয়া বাঁচিয়ে রেখে মায়া প্রেমের মান।
সুযোগ পেলে নিজের হাতে পরিয়ে দিও ফাঁসি
মরণ কালে দুচোখ দিয়ে দেখবো তোমার হাসি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪০৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৯/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বেশ
  • ভালো।
  • বাবার আলী ১১/০৯/২০১৮
    অসাধারণ কবিতা, খুব সুন্দর বিরহ বিলাপ
 
Quantcast