www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পরিনাম

আজ জীবন অভিশপ্ত বিবাদের কোলাহলে
হিংসা বিদ্বেষ, নিষ্ঠুরতার মানবিক বিষ্ফোরনে
দুর্নিবার দুর্বিষহ ভয়ন্কর রোষের আস্ফালন
হৃদয়হীন পাশবিক অমানবিক আচরণ।
চারিদিকে অসহিষূনতার বাতাবরণ ধর্মীয় চাবি
জাতি ভেদ আর বিষাক্ত ছোবল বীজ রূপায়ন।
লজ্জায় শিরছেদ পদানত অমানশিক বিচরণ
হতগোরব আজ অবলুপ্ত, সন্ত্রাসের ছায়া তলে। ক্ষিপ্ত, তৃপ্ত অমানবিক পারমানবিক বিষ্ফোরন
লক্ষ লক্ষ মানুষের রক্তে তৈরী লোহিত নদী।
নিষ্পাপ শিশুদের পাশবিক বলিদান রক্তে রাঙা ভয়ানক দৃশ্য,
নারীদের চিৎকারের আর্তনাদ পেশাদারি কুকুদের পাশবিক ভক্ষণ।
চারি দিকে অগ্নিবীণা, ধর্ম যুদ্ধ আর রাজনীতিক সংঘাত,
যুদ্ধ যুদ্ধ খেলা ক্ষমতার বোঝাপড়া এক ফুটন্ত লাভার হটাৎ নির্গমন।
লক্ষ লক্ষ নিরহ মানুষের মূল্যহীন অহেতুক জীবনের বলি,
রক্ত বন্যায় পল্লবিত এ মানব সমাজ অভিশপ্ত জীবনবাস।
মনুষত্বের দাবিদার,মোরা ভাবিনা মানবের প্রেমত্ব
শুধু চাই নিজের নীরবান এক নায়কত্ব স্বার্থ সিদ্ধি
অন্যের হাতে ভিক্ষার ঝুলি ধরিয়ে দিয়ে স্বর্ণ সিংহাসনে আরহন।
ভাবিনা মোরা এর পরিনাম, নব প্রজন্মের ভাবীর সপ্ন,
কি ভয়াবহ পরিনাম, ধর্মের নাম রাজনীতির রক্ত ক্ষয়ি যুদ্ধ।
রক্তের বদলে রক্ত, নিরহ মানুষ আর নিষ্পাপ শিশুদের বলিদান,
ভয়ংকর রক্ত জলে ধুয়ে কুলষিত হয়ে যাচ্ছে প্রবিত্র ধরণী।
হিন্দু মুসলিম আর দলিতদের দুরস্ত ধর্মের প্রতি ছবি,
রাজনীতির ঠান্ডা যুদ্ধ হিন্দু মুসলিম তোষণের সমীকরণ,
বিভেদের প্রাচীরে রাজনীতির উদ্দেশ কায়েম।
মিথ্যা ভাষণ আর মিথ্যা তোতার বুলি
ভরিয়ে তুলেছে শান্ত পরিবেশে অশান্তির অগ্নি স্ফুলিঙ্গ,
বিশ্বব্যাপী চাপা যুদ্ধ কোথায় প্রতি নিয়ত আত্মঘাতী বিস্ফোরণ।
আমেরিকা, প্যালেস্টাই ও নর্থ কোরিয়ার মত
ভয়ানক শক্তি পিপাসু নেতাদের প্রাণ নাসের হুমকি,
ধর্মীয় করন আর রক্ত ক্ষয় পিশাচ মস্তিস্ক হীন দানবের ভয়ন্কর হুমকার।
ছোট বড় সকল দেশ আজ ভীত শ্বাশত রূঢ় মূক
মানবিক সপ্ন আজ কপিতে ভয়ানকিৎ এক রূপ
সবাই পারমাবিক অস্ত্র তৈরিতে ব্যাস্ত ফলের
পরিনাম মানবিক হত্যালীলা এক ভয়াবহ খেল।
মদের দেশও আজ হতবিম্ব নিজেরদের অস্তিত্বের অবস্থায় রক্ষায়
অপরিণত অনাভিজ্ঞ অশিক্ষা আর রাজনেতাদের শোষন,
দুর্ভিক্ষ, অপহরণ, ধর্ষণ, অভাব অনটন আর নারীদের নিরাপত্তা অভাব,
আজ দেশকে করে তুলেছে এক বিষাক্ত বিক্ষ।
মানব আজও বিংশ শতাব্দীর শেষ গোড়ায় দাঁড়িয়ে নিরাপদ নয়।
ভী আশস্ত,প্রাণ নাসের ভোর, রেপ হয়ে জয়ার ভয়।
এ মানব এসো---
আমরা এক হয়--- এক সঙ্গে মোর বাঁচি-- !
তাই মোদের বুঝতে হবে মনুষত্ব কে মানবের জীবনের মূল্যবোধ,
ভুলতে হবে জাতি বিদ্বেষ, হিংসা ক্রোধ আর নিষ্ঠুর রাজনীতি,
মূল্যবোধ হবে হৃদয় বাগে মানব সেবা মানব পরিচিতি
তবেই মানব ধন্য হবে ধন্য হবে অন্নজল
আমরা মানব এক হয় যদি ধরণী দিবে সুখের ফল।
জাগো মানব জাগো মনুষত্ব ধর্ম বুকে নিয়ে
সোনার ভরা স্বদেশ গড় শ্রম ভালোবাস দিয়ে।
হিন্দু মুসলিম জৈন খিস্টান ইহুদি আর নাসারি
মানব হিতে ধৰ্ম কর কিয়ামত আসবে তারাতাড়ি।
মানব সেবায় স্বর্গ নরক মানব প্রেমে ধর্ম জয়
সকল ধর্মের আসল কথা মানব সেবা গ্রন্থ কয়।
রাজনীতি নয় ধর্মের নিয়ে মনুষত্ব নিয়ে বাঁচি
বর্ণ জাতি হিংসা ভুলে, সবাই হাসি।
পূর্ণ হবে এই পৃথিবী পূর্ণ হবে আশা
সোনা হীরা তৈরী হবে মদের ভালোবাসা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৭৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০৯/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast