www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নন্দিনী

বিচ্ছিন্ন অতীতের ভীড়ে
খোঁজে ফিরি তোমাকে
কুশিয়ারির তীরে,
শেষ বিকেলের আলোয়
যখন পাখী রা সব ফিরছে নীড়ে
বসন্ত রাগে সজ্জিত ধরণী
সেথায় তোমায় খুঁজে ফিরি নন্দিনী।
এলো চুল,গেরুয়া বসন
লাল টিপ কপালে,
মৃদু নূপুরনিক্বণ এখনো হৃদয় ঝড় তোলে।
জনহীন সেই খেয়াঘাট
যেথায় বসেছিলে আনমনে
নদীর নীলাভ জলে
পড়েছিল তোমার ছায়া
আমি দেখেছিলেম আড় নয়নে
সেথায় বিচরণ করি আজও সংগোপনে।
কেন এলে না তুমি আমার জীবনে?
পুণ্য রজনী শূণ্য শয্যায়
জেগে থাকি বিরহ ব্যাথায়।
ফিরে আসবেনা জানি, তবুও শুধায়,
কেন কথা রাখোনি নন্দিনী?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৪৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/১০/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • তাবেরী ০৮/১০/২০১৮
    অসাধারণ।
  • উদ্যমী তরুণিমা ০৭/১০/২০১৮
    খুবই চমৎকার! অনবদ্য এক কবিতাপাঠ হলো! লেখককে প্রাণমুগ্ধ রাশি রাশি কৃতজ্ঞতা জ্ঞাপন করি এমন চমৎকার একটা শৈল্পিক লেখা উপহার দেয়ার জন্য
  • নন্দিনীরা কথা রাখে না, বন্ধু।

    ব্লগে স্বাগতম। শুভেচ্ছা।।
  • বেশ মন মোহনীয় কবিতা।
  • দারুণ .........
  • ভালো লিখেছেন কবিতাটি। ভালো লেগেছে বেশ
  • ভালো লিখেছেন কবিতাটি
 
Quantcast