ভাল লাগা
    ভাল লাগে ফুল ফল
ভাল লাগে বীজতল
ফসলের মাঠ l
পাখিদের কলরব
ঝর্ণার জলরব
নদীর ঐ বয়ে চলা
গাঁয়ের ঐ হাট l
ভাল লাগে চাঁদ তারা
ভালবাসা মনকাড়া
সকালের রোদ l
আকাশের গর্জন
সুখ করে বর্জন
কোথা তোর বোধ ?
ভাল লাগে হাসাহাসি
সুখ দুখ কাছাকাছি
অনাথেরে দান l
ভাল লাগে দয়া মায়া
রোদে পুড়ে আবছায়া
প্রেমিকের মান অভিমান l
ভাল লাগে বীজতল
ফসলের মাঠ l
পাখিদের কলরব
ঝর্ণার জলরব
নদীর ঐ বয়ে চলা
গাঁয়ের ঐ হাট l
ভাল লাগে চাঁদ তারা
ভালবাসা মনকাড়া
সকালের রোদ l
আকাশের গর্জন
সুখ করে বর্জন
কোথা তোর বোধ ?
ভাল লাগে হাসাহাসি
সুখ দুখ কাছাকাছি
অনাথেরে দান l
ভাল লাগে দয়া মায়া
রোদে পুড়ে আবছায়া
প্রেমিকের মান অভিমান l
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৪/১২/২০১৮অনেক সুন্দর
 - 
        সাইয়িদ রফিকুল হক ২২/১২/২০১৮ভালোলাগা।
 - 
        মোঃ নূর ইমাম শেখ বাবু ২২/১২/২০১৮দারুণ
 
