বিজয় হাসে
    বিজয় আসে
বিজয় হাসে
রক্ত সাগর
বন্যা বয়ে l
ঘরের ছেলে
কোথায় গেল
মায়ের শাড়ীর
আঁচল ছুঁয়ে l
লাঠি হাতে
কী যায় আসে
স্বাধীন হব
শহীদ হয়ে l
জান দেবোতো
মান দেবনা
মুক্ত স্বাধীন
বাংলা রয়ে l
লেখাটি বিজয়ের দিনে লেখা হয়েছিল প্রকাশ করা যায়নি l আজ প্রকাশ করা হল
বিজয় হাসে
রক্ত সাগর
বন্যা বয়ে l
ঘরের ছেলে
কোথায় গেল
মায়ের শাড়ীর
আঁচল ছুঁয়ে l
লাঠি হাতে
কী যায় আসে
স্বাধীন হব
শহীদ হয়ে l
জান দেবোতো
মান দেবনা
মুক্ত স্বাধীন
বাংলা রয়ে l
লেখাটি বিজয়ের দিনে লেখা হয়েছিল প্রকাশ করা যায়নি l আজ প্রকাশ করা হল
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        নীল মেঘ ২৩/১২/২০১৮বাহ!
 - 
        সাইয়িদ রফিকুল হক ১৭/১২/২০১৮সুন্দর বিজয়
 - 
        মোঃ মুসা খান ১৭/১২/২০১৮খুব সুন্দর
 - 
        সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৭/১২/২০১৮valo
 - 
        আশা মনি ১৭/১২/২০১৮nice poem
 
