স্বাধীনতার আকুতি
    স্বাধীন দেশে জন্ম আমার
স্বাধীন দেশে বাস করি
স্বাধীন ভাবে চলতে আজও
দিন রজনী আশ করি l
স্বাধীন দেশে বাস করেও
রাজার মতে চলতে হয়
উল্টো হলে নামে খড়গ
সত্য বলতে লাগছে ভয় l
রক্ত দিল ভাই বোনেরা
বাঁচবে সবাই দুখ জয়ে
মায়ের কোলে নিদ্রা নিয়ে
জাগছে শিশু দুখ ভয়ে ?
মরার পরে লাশ পাবেনা
জান দিল কি এই আশায়
শহীদানের মনের আশা
বলব আমি কোন ভাষায় ?
গুম হবে আজ ঘরের ছেলে
খুন হবে আজ দম্পতি
বলবে কেহ ন্যায়ের কথা
আসবে ধেয়ে ভয়ভীতি l
স্বাধীন দেশে বাস করি
স্বাধীন ভাবে চলতে আজও
দিন রজনী আশ করি l
স্বাধীন দেশে বাস করেও
রাজার মতে চলতে হয়
উল্টো হলে নামে খড়গ
সত্য বলতে লাগছে ভয় l
রক্ত দিল ভাই বোনেরা
বাঁচবে সবাই দুখ জয়ে
মায়ের কোলে নিদ্রা নিয়ে
জাগছে শিশু দুখ ভয়ে ?
মরার পরে লাশ পাবেনা
জান দিল কি এই আশায়
শহীদানের মনের আশা
বলব আমি কোন ভাষায় ?
গুম হবে আজ ঘরের ছেলে
খুন হবে আজ দম্পতি
বলবে কেহ ন্যায়ের কথা
আসবে ধেয়ে ভয়ভীতি l
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        সোহরাব রিপন ১৬/১২/২০১৮Gw
 - 
        ব্লগার মাহমুদুর রহমান ১৫/১২/২০১৮সুন্দর।
 - 
        মুহাম্মদ রুমান ১৫/১২/২০১৮চমৎকার
 - 
        মোঃ নূর ইমাম শেখ বাবু ১৩/১২/২০১৮Good
 - 
        সাইয়িদ রফিকুল হক ১৩/১২/২০১৮স্বাধীনদেশে স্বাধীনভাবেই আছি।
 
