হিংসা
    হিংসা কেন আজ ঘরে দুরে সয়লাব ?
চাকরী ব্যবসা
কৃষি কাজ জলসা
সবখানে একি হাল !
বল উহা করে কোন কালে
কতজনা করেছে কি জয়লাভ ?
হিংসার ঘুম নেই
নেই মনে শান্তি
সব কাজে দেখে বাজে
ধরে কত ভ্রান্তি l
ঘরে ঘরে হিংসা
পরে পরে হিংসা
সমাজে হিংসার সয়লাব l
ধনীদের মনে মনে হিংসা
গরীবের মনে মনে হিংসা
পড়ুয়ার মনে মনে হিংসা
করোয়ার মনে মনে হিংসা
হিংসুক জ্বলে শুধু হয় শুধু ক্ষয়লাভ l
চাকরী ব্যবসা
কৃষি কাজ জলসা
সবখানে একি হাল !
বল উহা করে কোন কালে
কতজনা করেছে কি জয়লাভ ?
হিংসার ঘুম নেই
নেই মনে শান্তি
সব কাজে দেখে বাজে
ধরে কত ভ্রান্তি l
ঘরে ঘরে হিংসা
পরে পরে হিংসা
সমাজে হিংসার সয়লাব l
ধনীদের মনে মনে হিংসা
গরীবের মনে মনে হিংসা
পড়ুয়ার মনে মনে হিংসা
করোয়ার মনে মনে হিংসা
হিংসুক জ্বলে শুধু হয় শুধু ক্ষয়লাভ l
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        শেখ ফারুক হোসেন ০৪/১২/২০১৮আর একটু সুন্দর হত যদি
 - 
        মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০৪/১২/২০১৮বাহ
 - 
        মোঃ নূর ইমাম শেখ বাবু ০৪/১২/২০১৮বেশ
 - 
        রইস উদ্দিন খান আকাশ ০৪/১২/২০১৮বে সুন্দর
 - 
        সাইয়িদ রফিকুল হক ০৪/১২/২০১৮বাস্তবচিত্র।
 
