কত সাধ
    কত দিন কত রাত
কত সিড়ি কত হাত
কত পথ কত মত
ঘেটে হেটে চললাম l
কত আশা কত লোভ
কত দুখ কত ক্ষোভ
কত সাধ কত বাধ
কত কিছু বললাম l
কত পন কত মন
কত সুখ কত জন
দুখ পেয়ে সুখ নিয়ে
কত পথ ঘুরলাম l
ঘুরে ঘুরে এসে ঘাটে
খালি থলি ধরে হাটে
দুটি চোখ শুধু দুখ
ভেবে ভেবে মরলাম l
কত সিড়ি কত হাত
কত পথ কত মত
ঘেটে হেটে চললাম l
কত আশা কত লোভ
কত দুখ কত ক্ষোভ
কত সাধ কত বাধ
কত কিছু বললাম l
কত পন কত মন
কত সুখ কত জন
দুখ পেয়ে সুখ নিয়ে
কত পথ ঘুরলাম l
ঘুরে ঘুরে এসে ঘাটে
খালি থলি ধরে হাটে
দুটি চোখ শুধু দুখ
ভেবে ভেবে মরলাম l
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৪/১২/২০১৮valo
 - 
        মনিরুজ্জামান/জীবন ০৪/১২/২০১৮বেশ
 - 
        মোঃ নূর ইমাম শেখ বাবু ০৩/১২/২০১৮চমৎকার
 - 
        দীপক কুমার সরকার ০৩/১২/২০১৮খুব ভালো ছন্দ। বেশ ভালো লাগলো কবি।
 - 
        সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৩/১২/২০১৮valo hoyece
 - 
        নাজরিন নাহার (রিয়া) ০৩/১২/২০১৮সুন্দর ছন্দ!
 - 
        একনিষ্ঠ অনুগত ০৩/১২/২০১৮ছান্দিক, বেশ।।
 - 
        মোঃ ইমরান হোসেন (ইমু) ০৩/১২/২০১৮দারুণ...
 
