www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

উদ্বাস্তু

একটি জাতি
সুস্থ সুন্দর শিক্ষিত কর্মট জাতি
যেন মধু মৌচাক আর সুবিন্যাস্ত মক্ষিকা।

একটি শব্দ ‘গণতন্ত্র’
মুখোশে নয়-
সর্বাঙ্গে যার ন্যায্য অধিকার
যেন মানব প্রেমের এক বিশ্ব কবিতা।

একটি দেশ
রাজাকারমুক্ত-
আর নিজস্ব একটুরো জমি।
অরণ্য সবুজ- ফসলে জড়িয়ে থাকা
বুকের ভিতর চির মমতায় আগলে রাখা।

একটি স্বপ্ন
সুবর্ণ সোনালী দিনের স্বপ্ন
সকাল দুপুর সন্ধ্যা- অসীম অনন্ত কাল
ভাইয়ে বোনে জ্ঞাতি জাতিতে
হৃদয় দিয়ে যতনে তারে আঁকা।

জাতিটি পরিচয় অহংকার
শব্দটি মুক্তির সনদ
দেশটি সুখ দুঃখের শান্তনা
ভূমিটুকু দাঁড়াবার ঠাই
স্বপ্নটি গভীর আশ্বাস
প্রজন্ম থেকে প্রজন্মের অসীম প্রেরণা।

এই নিয়ে জীবন শুরু
বেঁচে থাকার একান্ত অভিপ্রায়
মানব বসতির আদি সুচনা।

অথচঃ সত্যিকারার্থে
আজ আমার এর কোনটিই নেই।
তাই আমি রাজদ্রোহী নেতাদ্রোহী- বিদ্রোহী
দণ্ডিত ফেরারী-
উদ্বাস্তু- পৃথিবীর পথ প্রান্তে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫২৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বুকের ভিতর জমে থাকা জমাট নির্বাত কষ্ট গুলো কবির কলমের আচড়ে সত্য বচন হয়ে ফুটে উঠেছে।অশেষ ধন্যবাদ এই সত্য উপলব্ধি থেকে সত্যের মুখোমুখি আমাদের নিয়ে যাওয়ার জন্য।
    • কবি সাখায়াতের মত একজন কবিতাবোদ্ধা পাঠক ও কবি যখন কারো কবিতার উপর জ্ঞানগর্ব মন্তব্য করেন তখন শুধু কবিই নন, কবিতাটিও গর্বিত হয়। আমার বেলা সেটিই ঘটলো। কবিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
      • ভাইয়া আমি এতো বড় নই যত বড় উপাধিতে আমাকে সম্মোধন করেছেন।আমি খুবই নগন্য একজন।তবে আপনি বিশাল হৃদয়ের অধিকারী।তা আপনার লেখনীতে প্রকাশ পেয়েছে।আপনি এগিয়ে যান, সকল মুখোশ উম্মোচিত করে সব সত্য কে প্রকাশ করুন আমজনতার সামনে।ধন্যবাদ।
 
Quantcast