www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কেয়ামত

অবনীর যবনিকা আসবে তখন,
ইস্রাফিল শিংগা ফুকাবে যখন।
প্রচণ্ড প্রকম্পে ধরনী উঠবে কেঁপে,
যদিও আছে শত পাহাড় চেপে।
খণ্ড বিখণ্ড হয়ে যাবে সব জিনিস,
আছে যা বিশ্ব ব্রমাণ্ডে হবে সব ফিনিশ।
তরুলতা উড়বে সব হাওয়ার বেগে,
আছে যারা ঘুমিয়ে উঠবে তারা জেগে।
পাহাড় পর্বত হবে সব চূর্ণ বিচূর্ণ,
আছে যত খালবিল হবে সব পূর্ণ।
অন্ধকার অমানিশা করবে সব গ্রাস,
চারদিকে পড়বে ছড়িয়ে প্রলয়ের ত্রাস।
দালান কোঠা হবে সব ভেঙে চুরমার,
আরো আছে যত কিছু হবে সব মিছমার।
থাকবে না কিছু আর হবে অবশেষ,
এভাবেই সুন্দর অবনী হবে নিঃশ্বেষ।।

ধুলাউড়ি, সাঁথিয়া, পাবনা। ০৩/০৮/২০০৪ইং
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৮২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৬/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast