www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

✍ অমর একুশ ✍

একুশ মানে জেগে উঠা, একুশ মানে চেতনা ।
একুশ মানে রাজপথে রক্তের বন্যা,
একুশ মানে বাংলা মায়ের বুক খালি করা কান্না ।
একুশ মানে শোক, একুশ মানে বেদনা ।
একুশ মানে উদ্দীপনা, একুশ মানে শক্তি ।
একুশ মানে সালাম, বরকত, রফিক, জব্বরের নিঃস্তব্ধতা,
একুশ মানে পাকিস্তানি জান্তার বর্বরতা ।
একুশ মানে এক রক্ত সাগর হাজারো বীরের শহীদ সমাহার,
একুশ মানে নিঃসঙ্গ হত্যা হৃদয় কাপেনি সে নরপিশাচারে ।
একুশ মানে ভাষার জন্য রাজপথে মিছিল আর স্লোগান,
একুশ মানে হায়নার থাবায় ঝরে যাওয়া প্রান ।
একুশ মানে এক শক্ত মুঠো লক্ষ কোটি বীরের মৃত্যু শপথ,
একুশ মানে ছেলে হারা মা হৃদয় কান্না নয় প্রেরণা ।
একুশ মানে আমার মুখের ভাষা গদ্য কবিতা,
একুশ মানে মানুষে মানুষে সহমর্মিতা ।
একুশ মানে এক সাহসী পরিবার যুদ্ধে নেমেছে ভাষার জন্যে,
একুশ মানে লক্ষ শহীদের জায়নামাজ ।
একুশ মানে দোয়েলের শিস-কোকিলের ডাক,
একুশ মানে শিমুল পলাশ ফোঁটা বসন্ত বার মাস ।
একুশ মানে নকশী কাঁথা, রঙ্গিন সুতার বুনন,
একুশ মানে নব বধুর বেনা রশি, আলতা রাঙ্গানো পা, হাতের কাঁকন ।
একুশ মানে রক্তজবা, কৃষ্ণচূড়ার ডাল,
একুশ মানে ৯ই ফাগুন ঝঞ্ঝা বেসামাল।
একুশ মানে রক্ত নদীর হীরক বর্ণমালা,
একুশ মানে অশ্রু তুফান দুঃখ-ব্যাথার ডালা।
একুশ মানে পিচঢালা পথ রক্তে রঞ্জিত,
একুশ মানে বাঙালী কভু হবেনা বঞ্চিত।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৮২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অভিষেক মিত্র ০৬/০২/২০১৬
    চমৎকার
    • প্রিয় কবি হতে, পাইনি খোঁজে সিঁড়ি মই, উদাস হয়ে পথে ঘুরি! কবি হতে পারলাম কই?
      ধন্যবাদ প্রিয় কবি, আপনার ভালো লাগা, আমার প্রেরণা,
      সানন্দে থাকুন সর্বদা।
  • একুশের কবিতা পড়ে মুগ্ধ হলাম॥ ভালো থাকুন॥
    • প্রিয় কবি হতে, পাইনি খোঁজে সিঁড়ি মই, উদাস হয়ে পথে ঘুরি! কবি হতে পারলাম কই?
      ধন্যবাদ প্রিয় কবি, আপনার ভালো লাগা, আমার প্রেরণা,
      সানন্দে থাকুন সর্বদা।
 
Quantcast