www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

✍ ভালবাসার অগ্নিশিখা ✍

অগ্নিদগ্ধ তুমি ব্যথা দিবে আর কতো
প্রতিনিয়ত হই আমি ব্যাপক আহত,
ভালোবাসার অগ্নিশিখার অগ্নিদগ্ধে
মরে যাই যদি আমি পৃথিবীতে কখনো।

তুমি চাহো তো, আমি কখনো করবোনা
বিন্দুমাত্র উহু আর আহ তো,
মহা কাব্যের বিশালতার হৃদয় জুড়ে
কি করে যে প্রেম এলো কথিত।

পৃথিবীর স্রষ্টার সৃষ্টির মানব সত্তার সবখানে তুমি হলে প্রোথিত,
তোমাকে ছাড়া রইলোনা এ দেহে আর কোন গতি তো।

তোমায় না পাবার দুঃসহ যন্ত্রণা সহি তো,
বেদনার নীল রঙ রক্তেতে বহিত,
এ জীবনের স্পন্দন হলে হোক রহিত
ইতিহাসের পাতায় থাকনা লেখা শায়িত।

বুভুক্ষু ভালোবাসা একজন চাহিত
হেরে গেছি স্বেচ্ছায়, কেউ নয় দায়ী তো,
হৃদয়টা হচ্ছে আমার বিষাদ সিন্ধু
পবিত্র ভালবাসায় ঝরছে রক্ত বিন্দু।

নীল নক্ষত্র. আমি পৃথিবীর ভূমিকায় ভালবাসার যাত্রী
খুন হয়ে যায় আমার দিন নিশি রাত্রি,
কেউ কি তোরা কোথাও আছিস
থাকলে আমায় ভালবাসিস।

এর আগেই আমি পৃথিবীর বুকে এসে ছিলাম
অগনিত ভালবেসে কতো গেলাম,..
আমি নিজেই ভালবাসার যাত্রী
খুন হয়ে যায় আমার দিন নিশি রাত্রি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৭৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০১/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মাহাবুব ১৬/০১/২০১৬
    বেশ ভালো লাগলো, সুন্দর।
  • মোঃ জামশেদ আলম ১৬/০১/২০১৬
    খুবই ভালো লাগল।
  • সুদীপ দেবনাথ ১৫/০১/২০১৬
    দারুণ!!
    • অসংখ্য ধন্যবাদ কবি বন্ধু।
      • সুদীপ দেবনাথ ২১/০১/২০১৬
        আনন্দিত হলাম! যদি স্মৃতি আমার সাথে প্রতারণা না করে থাকে, তাহলে আপনি সম্ভবত ফেসবুকে আছেন আমার বন্ধু-তালিকায়। ভুল করলে ক্ষমাপ্রার্থী!!
  • জে এস সাব্বির ১৫/০১/২০১৬
    তো ত ত কেন এতো তো ?? এইটা কখনোই কবিতার সৌন্দর্য্যের ক্ষতি বিনা লাভজনক করে না ।ভবিষ্যতে নিশ্চয়ই নজর রাখবেন....
  • সাইদুর রহমান ১৫/০১/২০১৬
    খুব সুন্দর লিখেছেন।
  • ধ্রুব রাসেল ১৫/০১/২০১৬
    ভাল লাগলো। বানানের ক্ষেত্রে সতর্ক হন।
  • প্রদীপ চৌধুরী ১৫/০১/২০১৬
    ভালো লাগলো
  • তারুণ্যে স্বাগত কবি। ভালো লিখুন। বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করুন।
  • আগে বানান ঠিক করুন ভাই , তারপর লেখা পড়া যাবে।
    • অসংখ্য ধন্যবাদ দেবব্রত সান্যাল কে ভুলত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য।
      • রাত্রি, উহু , এখন বাকি আছে।
        কবিতায় ছন্দপতন হয়েছে প্রত্যেক ছত্রে , অন্ত্যমিলের দিকটাও ঠিক করতে হবে। নীরেন্দ্রনাথের কবিতার ক্লাস পড়েছেন , পড়া দরকার।
 
Quantcast