www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

✍ শতরূপা তুমি ✍

“নীলাকাশ" নাম নিয়ে শতরূপা তুমি
শতরূপ ধরে আছো এই দেহের গভীরতার গভীরে,
হৃদয়স্পর্শী ক্যানভাসের মঞ্চে দক্ষ অভিনেত্রী সেজে
প্রতিনিয়ত অভিনয় করে যাও প্রতিক্ষণে।

রুপের সাঁঝবেলা হয়ে নিয়েছিলে এ মন
আমার সহস্র শত যাতনা দূরে ঠেলে দিয়ে,
তোমার জীবন সঙ্গী করে নিয়ে গেলে ওপথে
ঘুরিয়ে দিলে তুমি নীলাকাশ এ জীবনের মোহনা।

আমার স্বপ্নের ভালোবাসার রাজ প্রসাদের নীলাকাশ হয়ে সাজালে আমায়
হাজারো স্বপ্ন বাধালে আশার দ্বারে,
সুখের স্বপ্নের হিমালয়ের খেয়ায় নিয়ে গেলে ভাসিয়ে
এ হৃদয়ে অনন্তকালের জমিয়ে থাকা অনূভুতি গুলো জাগালে নতুন করে।

নীলাকাশ তুমি অভিনয়ের নীলাকাশ হয়ে বুঝালে আমায়
মহাকাব্যের কাব্যিক পৃথিবীর নাট্যমঞ্চের জীবনটা,
অভিনয় থেকে অবসর নিয়ে
মেরে দিয়ে গেলে এই মনটা।

সুখের নীলাকাশ আজ হারিয়ে গেছে
জীবনের অসমাপ্ত ডায়েরি থেকে,
কষ্টের বন্যায় ভেসে যাই আমি
এ মনে তোমার সমাধি এঁকে।

যন্ত্রণার নীলাকাশে ভেসে যাবে তুমি
ঘৃণার নীলাকাশ যদি জাগে এ চোখে,
তবুও কখনো দেবনা অভিশাপ
বেঁচে থাক নীলাকাশ সদা তুমি সুখে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৮৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০১/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোবারক হোসেন ১৮/০১/২০১৬
    ভাল।।
  • রায়হান রাজিব ১৮/০১/২০১৬
    হুম...ভাল লাগলো
  • কবি নিজের পরিচয় , ভাবনা জানিয়ে আলাদা করে ব্লগ লিখতে পারেন। কবিতার অংশের মধ্যে কবিতার নাম ও নিজের নাম আবার লিখবেন না।
    বনলতা বললে , কবি জীবনানন্দের কথা আসতে বাধ্য। ভেবে দেখবেন।
 
Quantcast