www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পুনরাবৃত্তি

আবারো একটি কবিতা লিখবো
সোনালী স্বদেশ নিয়ে।
আবারো একটি দির্ঘশ্বাস,
আবারো স্বদেশ তোমার ছায়ায়,
রক্তমাখা কণায় কণায়,
একাত্তুরের পুর্বাভাশ।

আবারো একটি কবিতা লিখবো,
আবারো আপন ভাই হারাবো,
আবারো স্বদেশ তোমার জমিন,
গৃহযুদ্ধে জ্বলবে কদিন,
অত:পরে দু'এক বছর
স্বাধীন পতাকা উড়াবো।

আবারো একটি কবিতা লিখবো,
এই অবরুদ্ধ শহরে,
আবারো বাড়বে অভিমান।
আবারো স্বদেশ তোমার কোলে,
ক্ষমতা লাভের যুদ্ধ চলে,
আম জনতার লাশের উপড়
স্লোগান দিচ্ছে বেইমান।

"পুনরাবৃত্তি"
মনির আহমদ।
২৪শে নভেম্বর ২০১৩ইং।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast