www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শেষ দেখা।

এই পথে হয়তো আবারো ফুটবে
হলুদ গাদা ফুল,
এপথের পারে ছড়ায়ে থাকবে
সুগন্ধী বকুল,
হয়তো থাকবো না আমি,
স্মৃতী যুগল, জল ছল ছল,
চোখে প্রহর গুনবে একা।
প্রিয়া, এই পথে আর হবে না দেখা।

এপথে আবারো কৃষ্ণপক্ক শুক্লপক্ক হবে।
এপথে আবারো দুই হৃদয়ে
নিশ্চুপে কথা কবে।
চন্দ্রালাপে কাটবে তোমার নির্ঘুম রজনী,
তুমি থাকবে থাকবোনা আমি,
হৃদয়রণ্যে হীনমনে হবে প্রেমের পত্র লেখা।
প্রিয়া, এই পথে আর হবে না দেখা।

এই ঝিলে হয়তো আবারো ফুটবে
কমল কচুরী ফুল,
ভিজবে তোমার মেঘবতী চুল।
প্রেমাচল উড়বে পুবের বাতাসে,
কচি ঘাশে ঘাশে,
দেখবেনা আর আমার চরণ রেখা।
প্রিয়া, এইখানে আর হবেনা দেখা।

বসন্তেরি কৃষ্ণচুড়ায় হয়তো আবারো
লাল হবে পৃথিবী,
প্রাণ জুড়াবে কোকিল কবি,
তখন হয়তো থাকবোনা আমি,
আমারে খুজিও গুমরে কাদা,
নীলাকাশের সন্ধ্যা তারায়,
কবির কবিতায়,
দু নয়নে দেখো সদায়,
সর্বজুরে আমার পরশ মাখা।
প্রিয়া বলছি এ বিদায় বেলায়,
এই ভবে আর হবেনা দেখা।

মনির আহমদ।
রচনা কালঃ ২৬শে সেপ্টেম্বর, ২০১৩ইং
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫১৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast