www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এখন আর তোমায় নিয়ে ভাবি না

এখন আর তোমায় নিয়ে ভাবি না আগের মতো
বুকে যখন বইছে মরুভূমির লু হাওয়া
আষাঢ়ের বৃষ্টিস্নাত কদমফুলের অনুভূতির বদলে
অনুভব করি এখন চৈত্রের খরতাপ,
তাই ভাবনাগুলো আর আগের মতো গোছালো নেই
সব হয়ে গেছে এলোমেলো।
এখন তোমায় নিয়ে স্বপ্নে বাধিঁ না সুখের ঘর
স্বপ্নগুলো যখন উড়ে গেছে কাল বৈশাখী ঝড়ের তান্ডবে
লন্ডভন্ড করে দিয়ে গেছে হৃদয়,
আমার প্রতিটা মুহূর্ত এখন আর কাটে না তোমার প্রতিক্ষায়
সময়গুলো এখন আমার অশ্বারোহী বাহিনীর মতো দৌড়ায়।
লালগোলাপ হাতে এখন আগের মতো দাড়িঁয়ে থাকি না রাস্তায়
আগের মতো এখন আর রোদ সইতে পারি না তাই।
এখন আর চাইনিজে যেতে চায় না মন
বুঝেছি যখন, বাস্তবতা!
সে তো বড়ই নিষ্ঠুরতম একটি ক্ষণ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৪৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • নির্জন ০৮/১০/২০১৩
    খুব সুন্দর হয়েছে।
  • সুন্দর গোছানো বক্তব্য। কবিতা চমৎকার হয়েছে
  • ভাবনা গুলো খুব মিলে গেছে।ধন্যবাদ।
  • মুকিত ০৩/১০/২০১৩
    অত্যন্ত ভালো লাগলো কবিতাটা...।
  • সহিদুল হক ০৩/১০/২০১৩
    অসাধারণ কবিতা।
    মূহুর্ত > মুহূর্ত,্সম্পাদনা করে নিলে ভাল হয়।
  • ইব্রাহীম রাসেল ০৩/১০/২০১৩
    কেন ভাবছেন না, নিষ্ঠুরক্ষণ কাটিয়ে উঠুক। দারুণ লিখেছেন
 
Quantcast