www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিবর্ণ পৃথিবী

বিধবা মায়ের সাজে সেজেছে আমার স্বপ্নের শহর
নগর বৃক্ষশুন্য,
দোয়েলের মিষ্টি সুরেলা কন্ঠ শুনতে পাইনা।

শিকারীর তীরের আঘাতে ছটফট করা কোন বালিহাঁস
কাটাগলা নিয়ে কাতরানো কোন বনমোরগ
খসে যাওয়া পালকসমেত রুগ্ন ক্লেদমাখা দেশী হাঁস
অথবা রাস্তায় ধারে মাথা গুঁজে শুয়ে থাকা
নির্জীব উসকোখুসকো কুকুরের বেওয়ারিশ ছানার মতো
আমি যেন দস্তয়ভস্কির লেখা থেকে উঠে আসা
যন্ত্রনায় কাতর কোন আত্মা।

সকলেই বিমূর্তের গোলকধাঁধায় আটকে গেছি
সন্ত্রাসবাদ-নৈরশ্যের মিথ থেকে চোখ ফেরানো কঠিন।

কুয়াশার চাদর সরিয়ে ভোরের যাত্রায় দেখি
ধর্ষিতা এক নারীর উলঙ্গ শরীর
ক্লান্তির মধ্যাহ্নে চেনা চত্বরে একজন মানুষ
নিষ্পদ শুয়ে আছে উপুড় হয়ে
রক্তের লাল প্রবাহ গড়িয়ে যাচ্ছে।
সে ধারা লাল, উষ্ণ, গতিশীল
প্রতিদিন রংতৃষ্ণ চোখ দ্যাখে লাল খুনিরং।

পৃথিবীর সবকিছু বিবর্ণ আমার কাছে
রঙধনুকে মনে হয়,
সাদাকালো একটি বাঁকা তলোয়ার
সাগরের নির্লাভ জল কদাকার
দীর্ঘকার তিমির মিছিলে
সবুজ জমিন ধূসর মত্ত হাতির তান্ডবে।

শাশ্বত দৃষ্টির সীমানায় আজন্ম অন্ধকার
নিজের পাপে নিজেই ডুবে মরেছি
হৃদয়ে চিরন্তর হাহাকার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১০৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চূড়ান্ত ১৫/১২/২০১৪
    অনেক ভালো লিখেছেন। প্রেক্ষাপট, ধরন - সবই ভালো লেগেছে।
  • রক্তিম ১৫/১২/২০১৪
    বেশ ভালো লাগলো কবি । প্রথম দিকে শির দাঁড়াতে একটা ঠান্ডা স্রোত বয়েছিল। পরের দিকে যেন হারিয়ে গেল । ভালো থাকবেন ।
  • নৈরাশ্য> নৈরশ্য
    নিরাশার পাশাপাশি প্রতিবাদ চেতনাকে দারুণ ভাবে জাগিয়ে তুলল। সমাধানের কোন পথ না পেয়ে কবি আজন্ম অন্ধকারকেই সম্মুখে পাচ্ছেন তবে নিজের পাপ কোথায় সেটা আমার বোধে স্পষ্ট হয়নি। হৃদয়ে চিরন্তন হাহাকারের কারণ চলমান নৈরাজ্য। কবি কেন নিজেকে দায়ী করলেন?
  • সাইদুর রহমান ১৪/১২/২০১৪
    অসাধারণ।
    কেমন আছেন, মৃদুল ভাইয়া ?
    শুভ কামনা।
  • আবিদ আল আহসান ১৪/১২/২০১৪
    সুন্দর হয়েছে
  • ১৪/১২/২০১৪
    সুন্দর লেখা ।
 
Quantcast