www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঈদ নিয়ে আমি

ঈদের আনন্দ অতিশয্যে অামি ফিরে পেতে চাই
যেখানে আমার শৈশব কৈশোরের উৎসধারা
শুরু হয়েছিল যেখান থেকে জীবনের দিন গোনা
মহামিলনের আয়োজনে বিস্তৃত হয়েছে
নতুন জীবনের সাফল্যগাঁথা
শহরের সেই ধুলোমাখা পথে প্রান্তরে
যাবার জন্য মনটা সবসময় অানচান করে।

লম্বা দীর্ঘকষ্টের পাহাড় ডিঙ্গিয়ে
পুঞ্জিভুত সব ঝামেলাকে দুরে সড়িয়ে
আনন্দের সাম্পান ভেড়াতে চাই
আমার পরিচিত ব্রক্ষপূত্রের বুকে।

আমি যেতে চাই জোনাকি-ঝিঁঝিঁপোকার মাঝে
যেখানে নারিকেল গাছগুলো দাড়িয়ে অাছে
অতিচেনা সে পথঘাট, আড্ডা, পার্কের সরু রাস্তাধরে
বাতাস বইছে পাল্লা দিয়ে নদীর কিনারায় ঘাসের ডগা দুলছে।

গাছের ডালে পাখিগুলো কিঁচির মিচির করছে
যেখানে রয়েছে হৃদয়ের সখা, আমার আত্মীয়স্বজন
দুর অন্ধকার থেকে ঘরগুলোতে দেখা যায় বাতির আলো
যেন মানবাত্মার সমাহার।

আমি যেতে চাই
সরু রাস্তাগুলো পেরিয়ে
পশ্চিমমুখী আমার বিশাল দোতালা বাড়ীতে
যেখানে আমার মা পথ চেয়ে আছে।

লম্বা লনে ঘাসগুলো নাচছে, গাছগুলো দুলছে
সারি সারি বাড়ি গুলোর শোভা, সবার মুখে আনন্দের হাসি,
এ সুযোগে সবার সাথে কুলোকুলি, শুধু অশ্রুসজল মার চাহনিতে
সবি ফিকে-বিবর্ণ শুধু মূল্যবান সন্তানের মমতামাখা মুখ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৩৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আহমাদ সাজিদ ০৮/১০/২০১৪
    ভালো
  • ইসমাইল জসীম ০৮/১০/২০১৪
    ভালো লাগলো। ঈদ মোবারক ।
  • ইমন শরীফ ০৮/১০/২০১৪
    Exilent
  • চমৎকার হয়েছে।
  • আফরান মোল্লা ০৭/১০/২০১৪
    বাহ্‍!খুব ভাল লাগলো॥
  • সুন্দর লিখনি ।
 
Quantcast