www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

লেলিহান অঙ্গার

হে তরুন,
তোমরা এক ঘড়া জলকে,
তোমাদের নতুন আলোর ছটা দিয়ে,
এতটাই উত্তেজিত কর যেন তা সমূদ্রের ভয়ংকর
প্রলয়ঙ্করী ঢেউ এর রূপ নিয়ে ভাসিয়ে নিয়ে যায়
সমাজের ঘুষখোর, দুর্নীতিবাজ ও পুকুর চোরদের।

হে তরুন,
তোমরা বাতাস কে,
এতটাই বেগবান কর তোমাদের নব শক্তি দিয়ে,
যেন তা কালবোশেখির রূপ নিয়ে লন্ডভন্ড
করে দিয়ে উড়িয়ে নিয়ে যায় তাদের, যারা এই
সমাজকে ধ্বংস করছে মাদক দিয়ে,
যুবসমাজকে নিশ্চিহ্ন করছে।

হে তরুন,
তোমরা বৃত্ত আক,
সে বৃত্তকে রং কর হলুদ বর্ণের,
যেন সেটি হলুদ থেকে তেজময়ী প্রকান্ড প্রখর সূর্য্যের
রূপ নেয়, আলোর বিচ্ছুরণ ঘটিয়ে আলোকিত করে,
এই সমাজ, এই সংসার, এই পৃথিবীকে।

রবিকর আজ ও অনাদিকালের আশা
আর ভরসার একমাত্র সাক্ষী, ছিল-আছে-থাকবে,
অপ্রাপ্তির কালো আধাঁরে আর অমাবস্যার অন্ধকারে,
পূর্নিমার দেখা পাওয়া যে দুস্কর, এককথায় অসম্ভব,

তাই রবিকরকে আড়াল করে
পৃথিবীর জনগোষ্টিকে অন্ধকারে ঢেকোনা,
ঢাকতে দিওনা
এই পুরো পৃথিবী, এই বিশ্বব্রহ্মান্ড,
ছেয়ে আছে গভীর শোকের-
কালো পর্দার আড়ালে,
অসীম ক্ষোভের লাল লেলিহান অঙ্গারে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৩০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • একনিষ্ঠ অনুগত ১৬/০৯/২০১৪
    জাগরণী।
  • আহমাদ সাজিদ ১৫/০৯/২০১৪
    সৃুন্দর।
  • লন্ড ভন্ড > লণ্ড ভণ্ড , কাল বোশেখি > কালবৈশাখী, আক > আঁক ,
    প্রকান্ড > প্রকাণ্ড , আধাঁর > আঁধার, দুস্কর > দুষ্কর ,
    কবিতাটি পড়ে অনেক ভাল লাগলো, ... ।
 
Quantcast