www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সিমেন্ট কিনতে যেয়ে

সকাল বেলায়ই পল্লবকে
তার মা দোকানে পাঠালো
সিমেন্ট কিনে আনতে।
!
!
দোকান তখন
সবেমাত্র খুলেছে।
মালিক
এতো ভোরে কাশটমার
দেখে ব্যাস্ত
হয়ে পড়ল।
!
!
ওই
তোরা স্যারকে বসতে দে,
চা আনা।
চা-বিষ্কুট খাবার
পর
পল্লব বলল-
ধুর ভাই এতো সকালে
কি চা-
বিষ্কুটে কাম অয়?
!
!
!
ওই তাইলে স্যারের
লাগি পরোটা আন।
ইয়ে ছার কয়ব্যাগ
সিমেন্ট
লাগবে?
!
!
!
পরোটা খাবার পর,
পল্লব বলল ধুর
মিয়া
পরোটা খাইতে আসি নাই।
সকালে ভাত
ছাড়া অন্য কিছু
খাই না। নাকি অন্য
দোকানে যামু?
!
!
!
দোকানি নিরুপায়
হয়ে তখন
ভাত
এনে খাওয়ালো।
ছার এবার বলেন
কতব্যাগ
সিমেন্ট
লাগবে আপনার?
!
!
!
পল্লব- এতকিছু
খাওয়ার পর
একটা কোক
হলে মন্দ হয়না।
!
!
অগত্যা দোকানি নিরুপায়
হয়ে
কোক
এনে খাওয়ালো।
!
!
!
ছার
কতগুলো সিমেন্ট
দেব?
!
!
পল্লব এবার
ধিরেসুস্থে বলল,
"না মানে বেশি তো লাগবে না,
মায়ের মাটির
কলসিটা ভেঙে গেসে তো।
আমারে ২ টাকার
সিমেন্ট দেন।
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ১২২০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আজাদ আলী ২৫/০৯/২০১৭
    Beautiful joke. Thanks
  • পরশ ১৫/০৭/২০১৬
    ভাল
  • গ্দ্ঘ
  • কৌতুকটা বেশ চমৎকার হাসির। আমরা নাম যুদ্ধে না যাই।
  • হাহা
  • বিজয় রায় ০৭/০৯/২০১৪
    বেশ লিখেছেন মৃদুল ভাইয়া।। আমি একটি গল্প লিখতেছি নজর দিয়েন
  • আজ থেকে শুরু করছি মায়াজাল উপন্যাসটি। দোয়া চাই সকলের।
  • পল্লব ০৪/০৯/২০১৪
    এখানে কি ইচ্ছে করেই আমার নামটা ব্যবহার করা হলো?
    • একনিষ্ঠ অনুগত ০৬/০৯/২০১৪
      হা হা... দুই টাকার সিমেন্ট...
    • পৃথিবীতে কি পল্লব নাম একটাই নাকি!! আর এভাবে ভাবার কারনটা কি সেটা বোধগম্য হলনা। আপনি মৃদুল নামে কৌতুক বা কোন লেখায় ব্যবহার করলে অামি কেন ভাবতে যাব যে এটা আমাকে নিয়েই লিখা। যদি আমার কোন কাহিনীর সাথে মিল থাকে তাহলে ভিন্ন বিষয়। ও ভাবে না ভাবলেই ভাল হবে।
  • আবু সাহেদ সরকার ০৪/০৯/২০১৪
    হা হা হা... কি সুন্দর একটা কৌতুক পড়লাম কবি বন্ধু।
 
Quantcast