www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাবার ব্যার্থ আয়োজন

একটি ছোট্ট ছেলে পাড়ার খারাপ পোলাপাইনের সাথে মিশে মুখ খুবই খারাপ হয়ে গেছে! ছেলের মুখ খারাপে বাবা খুবই টেনশনে থাকে! কোথায় কি বলে বসে নানান জায়গায় অপ্রষ্তুত হতে হয়। কি করা যায়? অনেক ভেবে চিন্তে বের করলেন ছেলেকে বাইরে যেতে দিবেন না। তাই ছেলে যাতে বাইরে গিয়ে আজে বাজে পোলাপাইনের সাথে না মিশে তাই বাবা একটি খেলনা ট্রেন কিনে দিলো! বাবার ধারনা, এই খেলনা ট্রেন পেয়ে ছেলে তার ঘরে বসে খেলবে! আর আজে বাজে গালি দিবে না! একদিন ছুটির দিন সকালে বাবা ঘরে বসে পেপার পড়ছে! ছেলে একটু দূরে বসে ট্রেন নিয়ে খেলছে! ট্রেন নিয়ে খেলতে খেলতে ছেলে ট্রেন থামিয়ে বললো,
"ওই স্টেশন আইসা গেছে, যেইসব হালার পো রা নামবি তাড়াতাড়ি নাম! আর যেইসব হারামজাদারা উঠবি তাড়াতাড়ি উইঠা পড়!"
বাবা এটা শুনে চমকে উঠলো! হায় হায় একি! পোলার তো উন্নতি হয় নাই! এখন তো ঘরে বসেই গাল পাড়তেছে! বাবা ছেলেকে ধমকে দিলেন! বললেন আরেক বার গাল দিলে ট্রেন কেড়ে নিবেন! আর খেলতে দিবেন না! ছেলে জানালো যে সে আর গালি দিবে না! কিন্তু কিছুক্ষন পর ছেলে আবার গালি দিতেই বাবা ট্রেন কেড়ে নিলেন! এরপর ছেলে বাবার কাছে কাঁদতে লাগলো! অনেক কাঁদাকাটির পর বাবা এক ঘন্টা পর ট্রেনটি ছেলের হাতে ফিরিয়ে দিলেন! ছেলেও কথা দিলো যে সে আর গালাগালি করবে না! ট্রেন হাতে পেতেই ছেলে আবার খেলা শুরু করলো! খেলতে খেলতে ছেলে আগের মত ট্রেন থামিয়ে দিয়ে বললো, ওই স্টেশন আইসা গেছে, যেইসব হালার পো রা নামবি তাড়াতাড়ি নাম! আর যেইসব হারামজাদারা উঠবি তাড়াতাড়ি উইঠা পড়! এমনেই একটু আগে এক বলদার জন্য ট্রেন ১ ঘন্টা লেট হয়ে গেছে !
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ৮৩২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো।
  • শিমুল শুভ্র ০৫/০৯/২০১৪
    হাহাহাহাহ
    • ভাল লেগেছে তোমার। এমন তো বেশ কয়েকটা আছে।
      • শিমুল শুভ্র ০৬/০৯/২০১৪
        আম পড়বো সব কটা
  • একনিষ্ঠ অনুগত ০৫/০৯/২০১৪
    হা হা
  • বেশ লেগেছে
 
Quantcast