www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

খাতা

গতকাল রাতে ইনডিপেন্ডেন্ট টিভি তে তালাশ প্রোগ্রামে দেখাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার খাতা বাসায় বসে লেখা যায়। প্রথমে পরীক্ষা দিয়ে যার যে সাবজেক্টে পরীক্ষা খারাপ হয়েছে। সে খাতা প্রতি ৫০০০ টাকা দিয়ে আবার বাসায় বসে নতুন করে পরীক্ষা দেয়। তারপর আবার তার খাতা জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিদিষ্ট জায়গায় চলে যায়। পরে পেয়ে যায় ফাষ্টক্লাস। একটা বিশাল বড় নেটওয়ার্ক সারা দেশে ছড়িয়ে আছে যাদের কাজই হচ্ছে স্টুডেন্ট জোগাড় করা। তারপর তার কাছ থেকে টাকার বিনিময়ে কি ভাবে সে খাতা এতগুলো গার্ড, সিসি ক্যামেরা টপকিয়ে কিভাবে তারা কাজটি করে তা দেখে অবাক হয়েছি। এভাবে যদি সবাই না পড়ে পাশ করে যায় তাহলে দেশের ভবিষৎ কি? আমাদের দেশে কি হয়না? সব কিছুই হয়। এমন অদ্ভুত এক দেশ অার এত করাপশন ভবিষৎ প্রজন্মের লক্ষ্য পুরো অন্ধকার। এসব কিভাবে বন্ধ করবে? এর শেষ কোথায় আর নতুন কি শুনবো। আগে জানতাম প্রশ্ন ফাস হয় এখন তো খাতাও জাল হয়। ভাল ছাত্র হতে আর পড়াশোনার দরকার নেই টাকা হলেই সে ভাল ছাত্র। হায়রে সেলুকাস কি বিচিত্র আমাদের ভুবন।
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৫০৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • একনিষ্ঠ অনুগত ০৪/০৯/২০১৪
    বড়ই পরিতাপের বিষয়...
  • নীহার ০৩/০৯/২০১৪
    আমাদের সবাইকে মিলে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।
 
Quantcast