www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রশ্ন ফাস

কোন এক বিশেষ পরীক্ষার আগের রাতে একটা ছেলে স্টাটাস দিলো
"আগামীকালের পরীক্ষার প্রশ্ন আমার কাছে কে কে নিবা???"
১ম কমেন্টঃআমাকে দাও! আমার লাগবে।
২য় কমেন্টঃ প্লিজ দে দোস্ত! আমি জানি তুই আমাকে দিবিই।
৩য় কমেন্টঃ আমি বিশ্বাস করি না। তুমি আমাকে দিতে পারবা।
৪র্থ কমেন্টঃ না দিলে তোরে মাইরালমু।
৫ম কমেন্টঃ পড়াশোনা করিই নাই প্রশ্ন না পেলে আমি শেষ। তুই আমাকে না দিলে বোতা দাও দিয়া কাইট্টালা।
৬ষ্ট কমেন্টঃ তাড়াতাড়ি বলো কোথায় দেখা করতে হবে।কোথায় আসলে দিবা
{ছেলে মেয়ে নির্বিশেষ এরুপ দেও দেও বলিয়া কমেন্ট করতে থাকলো।}

এবার দুষ্টু ছেলেটা স্টাটাসটি এডিট করল।এডিট করে লিখলো
"আমার এখন কাউরে খুব থাবড়াইতে ইচ্ছা করতেছে।কে কে থাপ্পড় খাবা?"
স্টাটাস পরিবর্তিত হইলো কমেন্ট একই রয়ে গেল!
ঐ সময় মফিজ সাহেব ঐ স্টাটাসের কমেন্ট দেখে ২য় বারের মত মফিজ হইয়া গেল।
তারপর জিজ্ঞাসা করল "সবাই এত আগ্রহ সহকারে থাপ্পড় খাইতে চায় ক্যারে??" এবার বলো কে কে লাথি খাইতে চায়।
[এটা শুধুই ফান।যাইহোক আপনারা আবার এমন দুষ্টুমি কইরেন না।]
=>>আর বিশেষ একটা কথা।
ইদানিং দেখি অনেক পেজ খুলে পরীক্ষার প্রশ্ন দেয়া হবে এসব বলে!অনেকেই দেখি সেসব পেজে প্রশ্ন দেন প্রশ্ন দেন বলে চেচাঁয়।
এইগুলা বেশিরভাগই ধোকা । প্রশ্ন ফাঁস হয়ত হয়। কিন্তু ফেসবুকে তেমন গুরুত্বপূর্ণ কোন পরীক্ষার প্রশ্ন না পাওয়ার সম্ভাবণাই বেশী।
তাই আপনারা পরীক্ষার আগেরদিনগুলাতে ফেসবুক এ সময় নষ্ট করবেন না।
আর সবচেয়ে বড় কথা হল চেষ্টা করুন সৎ হওয়ার।
সামনে আবার আসছে কিছু গুরুত্বপূণ পরীক্ষা SSC+HSC তাই সাবধান।
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ১১৪৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৮/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • প্রশ্ন ফাঁস, ঘুষ, দুনীতি, অন্যায়, অসদুপায় ও চক্রান্ত,
    সুযোগ পেয়ে হয়ে যায় অনেক পথিক পথভ্রান্ত।
    সময়ের অন্যায় চাহিদা এগুলো দূর করে দিতে হবে,
    নইলে সুশীল সমাজ গড়তে সাধারণ মানুষের বড় কষ্ট হবে।
  • সময় উপযোগী জ্ঞান সমৃদ্ধ কিছু কথা ভালো লাগলো। বর্তমানে ছাত্র ছাত্রীদের অনেক কাজে লাগবে।
  • একনিষ্ঠ অনুগত ০১/০৯/২০১৪
    গত দু'বছর ধরে যা শুরু হয়েছে... পিএসসি পরিক্ষার প্রশ্ন পর্যন্ত ফাঁস হয়েছে... এবং আমার নিজ চোখে দেখা ৯০% প্রশ্ন ফাঁসকৃত প্রশ্নের সাথে মিলে গেছে। তারপর তো জেএসসি, এসএসসি, এইচএসসি রয়েছেই। আর এই ফাঁসের চত্বরে পরেই ছেলে মেয়েরা আজ পড়ে না, গোটা কয়েক প্রশ্ন পড়ে, ভালো ফলাফল নিয়ে উত্তীর্ণও হয় কিন্তু মাথা তাদের সামান্যও উন্নত হয় না। প্রমথ চৌধুরীর মত বলতে হয়, আমাদের স্কুল কলেজ গুলোতে বিদ্যা গিলানো হচ্ছে, যা পরীক্ষার হল গুলোতে ছাত্র ছাত্রীরা উগরিয়ে দিয়ে আছে, ফলে পেটে থাকে সামান্যই বা কিছুই না।

    তাই সময়ের দাবী, দূর হউক প্রশ্নফাস। দূর হউক নকল।
  • স্বর্ণায়ু মৈত্র ৩১/০৮/২০১৪
    ভাল এক্টা ক্থা।।jokes er modhhoy die
  • সৌমিতা ৩১/০৮/২০১৪
    হুম
  • সালমান মাহফুজ ৩০/০৮/২০১৪
    পড়লাম ।
  • শূন্য ৩০/০৮/২০১৪
    সময় উপযোগী লেখা।
    দারুন লাগলো।
    মজাও পেলাম।
  • শূন্য ৩০/০৮/২০১৪
    ভাল
 
Quantcast