www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হিমশীতল কবর

জানালার কাছে বসে আনমনে ভাবছি
শুন্য খাতা এবং কলম নিয়ে,
ঘরের ভিতবে কবিতার উপাদান গুলো
বিধ্বস্থ, বিবর্ণ, বাকশুন্য।

অস্থির চিত্তে অপেক্ষায়-
বাইরের অপার সম্ভাবনাময় ক্ষেত্রের প্রতি।
প্রথাগত মূল্যবান কালো অক্ষরের পরিবর্তে
ভেসে এলো রক্তের স্রোতধারা;
সজীব শব্দগুলোর প্রতিবাদী আওয়াজ
একেবার স্তব্ধ হিমশীতল কবরের মত।

জানালার ওপারেও আশাভরসার মিনার
ভেঙ্গেচুরে তছনছ;
কুয়াশার পুরু স্তরের নিচে চাপা পড়েছে
স্বচ্ছ আলোর রেখা।

কবিতার খাতা ভরে গেছে
আবর্জনার ধ্বংসস্তূপে;
সে স্তূপ আস্তে আস্তে
বিশালাকার হয়ে চাপা দিতে উদ্যত
কবির কলম,
কবিতার খাতা
এবং সকল সত্তাকে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৯৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বেশ ভাল কবিতা।
  • সুলতান মাহমুদ ০১/০৮/২০১৪
    মৃদুল ভাই, আপনাকে বাংলা কবিতায় দেখছিন কেন? কিছু মানুষ আছে যাদেরকে আমি বাংলা কবিতায় খুব মিস করছি আপনি তার অন্যতম। কোন সমস্যা?
    • আমার একাউন্ট ব্যান করে রেখেছে যেন যেতে না পারি। এডমিন কেন করেছেন সেটা সেই জানে। কারন আমাকে মুখ বন্ধ করে তারপর ব্যান করেছে। কেন এত ভয় তার সেটা সেই জানে।
  • মোঃ আল-আমিন ০১/০৮/২০১৪
    খুবই স্পর্শকাতর কবিতা। ভালো লাগল। পবিত্র ঈদ শুভেচ্ছা ভাইয়া। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কবিতার আসরে কি তোমায় পাব?
  • মিজান মুজতবা ০১/০৮/২০১৪
    মর্মস্পর্শী
  • রামবল্লভ দাস ০১/০৮/২০১৪
    এক কথায় দারুণ । খুব ভালো হয়েছে ।
    ( ঘরের ভিতব উপাদান গুলো > ঘরের ভিতরে উপাদান গুলো ) হবে ।
 
Quantcast