www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মুখবই

তোর কাছ থেকে অনেক কিছু পেয়েছি,
প্রতিদানে সময় দিয়েছি মাত্র।
তোকে পেয়ে অনেক বদলেছি,
নয়ত জীবন ছিল এলোমেলো যত্রতত্র।

সত্যিই তুই বিশাল হৃদয়ের অধিকারী,
তোর দ্বার থাকে সর্বদা উম্মুক্ত।
তোর সাথে কত শত কথা বলেছি,
মুছে দিসনি রেখেছিস তোরই অর্ন্তভুক্ত।

মুখ আর বই এর সামন্জস্য রেখেই তোর নাম,
মিষ্টি রংটা বাড়িয়েছে তোর সৌন্দর্য্য।
অনেক নতুনই এসেছে, দেখিয়েছে অনেক দাম,
কেউ ফিরেও দেখেনি তাই বৃথা তাদের মাধুর্য্য

তোর উম্মুক্ত বক্ষে আমি নিজের ছবি সাটিয়েছি,
লিখেছি কত কথা, কবিতা আর স্লোগান।
পরিপেক্ষিতে অসংখ্য প্রশংসার ফুলঝুড়ি কুড়িয়েছি,
মন্তব্যে যা ছিল তা সবই ভালবাসারই প্রতিদান।

জীবনে ভিন্ন স্বাদ দিয়েছিস যা ছিল অনাকান্খিত,
নতুন অনেক বন্ধু পেয়েছি যারা ছিলনা পরিচিত।
পৃখিবীর অন্যপ্রান্তে বসে খোঁজ নিতে যারা সর্বদা থাকত চিন্তিত,
সেই দুরত্ব ঘুচিয়ে দিয়ে সব্বাইকে কাছে এনেছিস, করেছিস একত্রিত।

তোর কাঁধে মাথা রেখে অনেকে ফেলেছে স্বস্থির নিঃশ্বাস,
আবার এই তোর জন্যই ভেঙ্গেছে অনেকের সুখের সংসার।
অল্প সময়ে সবার মন কেড়েছিস, জয় করেছিস বিশ্বাস,
আবার সেই তোর দরুনই অনেক মিথ‌্যার জন্ম কতশত জীবন ফেলেছে নাভিশ্বাস।

সবাই কে বেঁধেছিস একই সুতােয়, ফেলেছিস বিশাল অদৃশ্য জাল,
অফিস,বাসায় কিংবা রাস্তায় যেখানেই থাকুক তুই আছিস সঙ্গে রাতদিন সকাল বিকাল।
বুড়ি হয়েছে ছুড়ি, পেত্নিকে বানিয়েছিস সুন্দরী বাস্তবে হোক সে ফল মাকাল,
সবাই এসে শান্তি পায় তোর বুকে, সবার দোয়ায় তুই বেঁচে থাকবি অনন্তকাল।

মার্ক জোকারবার্গ এর ফেইসবুক তুই, ধন্য তার এ অনবদ্য সৃষ্টি।
সারা দুনিয়ায় আজ তুই মহানায়ক, তোর দিকেই দিনরাত সবার দৃস্টি।
বইয়ের মুখ তুই কত কোটি পাতা গিলেছিস, তা গোনা যাবেনা যেমন গোনা যায়না বৃষ্টি।
আমার মনে গেঁথে আছিস সেই প্রথম থেকেই, তোর মাঝে আমি পেয়ে যাই তেতো, ঝাল, টক, মিষ্টি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫১৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • টি আই রাজন ২২/০৭/২০১৪
    অসাধারন লেখনি। আসলেই তো এভাবে কখনো চিন্তাকরিনি। ওকে এতবার এতভাবে ব্যবহার করেছি কিন্তু ওর যথার্থ মর্যাদা কি দিতে পেরেছি? প্রশ্ন জাগে মনে। ইচ্ছে করে এ প্রশ্ন প্রত‌্যেকের মনে গেথে দিতে। আমার সাধ্য কী কেবল আপনার পাতায় গেথে দিলাম। ভাল থাকুন। ভাল লাগল আপনার সান্নিধ্য।
  • পিয়ালী দত্ত ২১/০৭/২০১৪
    খুব ভাল লাগল কবি...
  • কবি মোঃ ইকবাল ২১/০৭/২০১৪
    অসাধারন লিখেছেন ভাই। শুভরাত্রি।
    • অনেক ধন্যবাদ।
 
Quantcast