অরুনিমা
    অরুনিমা , 
কেমন আছ ?
শুকনো পাতার মর্মর ধ্বনি শুনে
আজো চমকে উঠি ।
তোমাকে পাবার আকাঙ্ক্ষায়
সচল হয়ে ওঠে আমার পঞ্চইন্দ্রিয় ।
অরুনিমা ,
কেমন আছ ?
চলে যায় দিন , মাসের পর মাস
তোমার কোন খবর পাইনা ।
অব্যক্ত যন্ত্রণারা বুক ফেটে বেড়িয়ে আসে
খুঁজে পাইনি কোন শান্তনা ।
তবু আমি,
বাতাসে তোমার সুর নিরবে খুঁজে যাই ।
শেষ হয়না খোঁজা;
দু'চোখ হয়না বোজা;
জোছনা বিলাস হয়না আমার তাই ।
রচনাকাল: ১৫-৪-২০১৬
কেমন আছ ?
শুকনো পাতার মর্মর ধ্বনি শুনে
আজো চমকে উঠি ।
তোমাকে পাবার আকাঙ্ক্ষায়
সচল হয়ে ওঠে আমার পঞ্চইন্দ্রিয় ।
অরুনিমা ,
কেমন আছ ?
চলে যায় দিন , মাসের পর মাস
তোমার কোন খবর পাইনা ।
অব্যক্ত যন্ত্রণারা বুক ফেটে বেড়িয়ে আসে
খুঁজে পাইনি কোন শান্তনা ।
তবু আমি,
বাতাসে তোমার সুর নিরবে খুঁজে যাই ।
শেষ হয়না খোঁজা;
দু'চোখ হয়না বোজা;
জোছনা বিলাস হয়না আমার তাই ।
রচনাকাল: ১৫-৪-২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        আসাদুজ্জামান নূর ২৬/১১/২০১৭ভালো লাগলো
 - 
        আসাদুজ্জামান নূর ০৭/০২/২০১৭good
 - 
        আরুনিমা ভালো নেই! ১১/০৫/২০১৬''শুকনো পাতার মর্মর ধ্বনি শুনে
আজো চমকে উঠি''
---------------- চমৎকার ডিকশন। - 
        দেবজ্যোতিকাজল ১৯/০৪/২০১৬বাঃ ! বেশভাল
 - 
        সুব্রত সামন্ত (বুবাই) ১৫/০৪/২০১৬বাহ
 - 
        শ.ম. শহীদ ১৫/০৪/২০১৬নতুন দিনের
নতুন গানে
স্বস্তি আনুক
সকল প্রাণে!
_______
শুভ-নববর্ষ।
জীবনের পদে পদে সম্মূখিন হতে হয় নানা পরীক্ষায়! আপনার জন্য সব পরীক্ষায় সাফল্য বয়ে আনুক নতুন বছর। - 
        প্রদীপ চৌধুরী. ১৫/০৪/২০১৬ভাল
 - 
        উমায়ের আহমেদ ১৪/০৪/২০১৬ভালো লাগলো
 
