www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

যুদ্ধযাত্রা (৫০-তম )

-

হেরে গেলাম কেঁদে ফিরলাম দেখেনিতো কেউ ফিরে ।
অদৃষ্টেরে শুধালাম এই আঁধারে বাঁচার উপায় কিরে ?
অদৃষ্ট আমায় করে পরিহাস অট্টহাসি হেসে ;
তবে কি আমি ভুল করলাম যুদ্ধের মাঠেতে এসে ?
কেঁদে কেঁদে হয়রান হয়ে শেষে বসিলাম ধ্যানে ;
হঠাৎ যেন বাঁচার মন্ত্র দিয়ে গেল কেউ কানে ।
উঠে বসলাম , চোখ মুছলাম হতে হবে আজ জয়ী
কন্ঠে আমার বেড়িয়ে এল বক্তব্য জ্বালাময়ী ।
হঠাৎ দেখি কেউ নেই পাশে চারদিক আমার শূন্য ;
ভয় নেই আমার কাপুরুষের দল মানুষ আমি আজ ভিন্ন ।
কচ্ছপের খোলসে লুকানো মানবতা চাইনাতো আমি আজ;
তোদের পতিত মনের জমিনে করব আসল মানবতার চাষ ।
ভয় কিরে তোর ভয় কিরে তোর কিসের এত ভয় ?
সত্যের পথে সবসময়ই কিছু কাটা বিছানো রয় ।
হাসিস কেন ওরে বোকা আড়াল-অন্তঃপুরীতে ?
তোর বুক লাল করে দেব তীক্ষ্ণ অস্ত্র-ছুরিতে ।
নষ্ট বিবেকের বাড়াবাড়ি যেথা খুন করব সেথা হেসে ;
জেনে রাখিস আমি ফিরব আবার দুরন্ত বিজয়ী বেশে ।

 রচনাকাল-০৩/০২/২০১৫
--------------------------------
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০২৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সাইদুর রহমান ০৫/০২/২০১৫
    অভিনন্দন ৫০তম কবিতার জন্যে।
    ভাল লিখেছেন। শুভ কামনা সতত।
  • জাহিদুর রহমান ০৫/০২/২০১৫
    Apner kobita porea tho ersha hoitace vai
    ato valo kivabe likhan?
    • ০৫/০২/২০১৫
      ভাই এভাবে বলবেন না । আমি কবি নই । দু'একটা কলম ভেঙ্গে যেটা বেড়িয়ে আসে সেটা নিতান্তই কাব্য নামের অখাদ্য ।
      আপনার অমায়িকতায় মু্গ্ধ হলাম ।
      শুভেচ্ছা নিবেন ।
      • জাহিদুর রহমান ০৫/০২/২০১৫
        Amr jonno ektu doa korben jano likta pari
  • congrats..................
  • সবুজ আহমেদ কক্স ০৪/০২/২০১৫
    অনেক অনেক বার পড়া হলো দারুণ ভাল লাগলো ..............................।...............।
    • ০৪/০২/২০১৫
      অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
      ভালো থাকুন প্রতিনিয়ত ।
  • দ্রোহী সত্ত্বা যেন নৈরাজ্যের অবসান ঘটাতে দেবদূত হিসেবে আবির্ভূত হতে অপেক্ষমান। কবিতা অত্যন্ত ভালো লেগেছে। মাত্রা বৃত্ত ছন্দের কবিতা। কোথাও কোথাও মাত্রার বিচ্যুতি হলেও সামগ্রিক কবিতা অনন্য।
    শেষটাতে বেশ হিংস্র সত্ত্বার পরিচয় মিললেও সবটাই শান্তির লক্ষে। অনেক অনেক ভালোলাগা ।
    • ০৪/০২/২০১৫
      আপনার কমেন্ট পেয়ে আমার কবিতা যেন পূর্ণতা পেল । অনেক ভালো থাকুন কবিবন্ধু ।
  • ফিরোজ মানিক ০৪/০২/২০১৫
    পড়ে ভাল লাগলো, অসাধারণ একটা কবিতা।
    • ০৪/০২/২০১৫
      অনেক ধন্যবাদ ।
      ভালো থাকুন প্রতিনিয়ত ।
  • নিহাল নাফিস ০৪/০২/২০১৫
    ভাল লাগল । :-)
    • ০৪/০২/২০১৫
      অনেক ধন্যবাদ ।
      ভালো থাকুন প্রতিনিয়ত ।
  • আহমাদ সাজিদ ০৩/০২/২০১৫
    .সুন্দর
 
Quantcast