www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভূতুড়ে জানালা (৫-শেষ পর্ব)

-

এতক্ষণ ভয় করেনি কিন্তু জানালার কাছে যেতেই কেমন যেন কাঁপতে লাগলাম ।ছিটকিনিটা খুলে পাল্লাদুটি একটু ফাক করলাম । কেমন যেন একটা কান্নার শব্দের মত শুনলাম ।এমন সময় দরজায় করাঘাতের শব্দ । তাড়াতাড়ি জানালাটা বন্ধ করে দিলাম । তারপর আলো জ্বেলে দরজাটা খুলে বললাম, ‘কি ব্যাপার আপনি এত রাতে?’
‘বুঝলেন ফয়েজ সাহেব, ঘুম আসছিল না । পায়চারি করছিলাম ।এমন সময় আপনার রুমের মধ্যে কেমন জানি একটা আওয়াজ পেলাম তাই…………..।’
‘আওয়াজ ! আওয়াজ আসবে কোথা থেকে? আমি তো ঘুমিয়ে ছিলাম ।’
‘তাই? আজকাল যে কি হচ্ছে ঠিক বুঝতে পারছি না ফয়েজ সাহেব । সবকিছু কেমন জানি ভুল হয়ে যায় । ঠিক আছে আপনি ঘুমান ।’ যেতে গিয়েও থেমে যান সোবহান সাহেব । বলেন, ‘আজ কেন জানি বারবার মেয়েটার কথা মনে পড়ছে । জানালাটা কি একবার খুলে দেখব ফয়েজ সাহেব ?’
‘খুলে দেখবেন ? ভয় পাবেন নাতো ? চাইলে খুলতে পারেন ।’
‘না থাক শেষে আবার কি হয়ে যায় ।’ বলে ভদ্রলোক চলে যান ।
এভাবে যেদিনই জানালা খুলতে যাই সেদিনই ভদ্রলোক এসে হাজির । বুঝতে পারিনা তিনি কিভাবে টের পেয়ে যান । একদিন আর কোনদিক কান না দিয়ে জানালাটা খুলতে লাগলাম ।দরজায় অবিরত করাঘাত হচ্ছে , ‘দরজা খুলুন ফয়েজ সাহেব । দরজা খুলুন । দরজা খুলুন বলছি ।’
কিন্তু আমি খুলি না দরজা । জানালাটা খুলে ফেলি ।এক ঝাপটা ঠান্ডা বাতাস এসে ঢুকল ঘরে । কে যেন কান্নাজড়িত কন্ঠে বলল, ‘কে সুমন? এস আমি যে তোমারই অপেক্ষায় আছি ।’ পরক্ষনেই দেখলাম একটা মেয়ে এসে দাঁড়িয়েছে ঘরের মধ্যে । অন্ধকারে তার চেহারাটা ঠিক দেখতে না পেলেও জ্বলজ্বলে চোখ দুটি ঠিকই দেখলাম । শিরশিরিয়ে উঠল আমার শরীর । অদ্ভুত কন্ঠে ও বলল, ‘কে তুমি? কেন খুলেছ এই জানালা? ’ আমি তৎক্ষনাৎ জানালাটা আটকে দিতে গেলাম । কিন্তু আমার গায়ে যেন একটু শক্তিও নেই ।
জ্ঞান ফিরলে দেখলাম আমি হাসপাতালের বেডে শুয়ে আছি । আমার মাথার কাছে বসে আছেন সোবহান সাহেব । তিনি বললেন, ‘ফয়েজ সাহেব, আমি আপনাকে অনেক মানা করেছি ।আপনি শুনেন নাই । এখন মনে হয় আপনার জন্য আমার বাড়িতে আর না থাকাই উত্তম ।’
‘কেন? আমি না হয় আর খুলব না জানালাটা ।’ কাতর কন্ঠে বলি আমি ।
‘তাতেও লাভ হবেনা ফয়েজ সাহেব । এতদিন ও ছিল জানালার বাইরে । জানালা খুলে আপনি তাকে ঘরের মধ্যে জায়গা দিয়েছেন । এখন আর চাইলেও কি থাকতে পারবেন?’
‘তার মানে?’
‘এখন থেকে যে শুধু জানালাটা নয় ওই রুমটাই বন্ধ রাখতে হবে চিরদিন ।
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৮৫০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • নহাজা য়াজিনা ০৩/০৩/২০১৫
    ৫ টি পর্বই পড়লাম।অসাধারন তা বলবোনা তবে সহজ উপস্থাপনা প্রশংসার যোগ্য।
    • ০৩/০৩/২০১৫
      ৫টি পর্ব পড়েছেন জেনে অনেক ভালো লাগল ।
      অনেক ভালো থাকুন নাজিয়া জাহান।
  • শম্পা ১০/০২/২০১৫
    ভূতুড়ে জানালার সবকটি পর্ব পড়লাম। খুব ভালো লাগল। ভীষণ সহজ সরল উপস্থাপনা।
    • ১০/০২/২০১৫
      অনেক ধন্যবাদ এত ধৈর্য নিয়ে সবগুলো পর্ব পড়ার জন্য ।
      ভালোলাগা রইল ।
  • জাহিদুর রহমান ০৬/০২/২০১৫
    Ager porbo gulo porta parinai tobe aita valo lagce
  • আগের পর্বও পড়বো......
    এটা ভালো লিখেছেন।।
    • ০৬/০২/২০১৫
      আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ।
      অনেক ভালোলাগা রইল ।
  • কুয়াশা রায় ২৭/০১/২০১৫
    খুব ভাল লাগল। একেবারেই ৫টি পর্ব পড়ে ফেললাম।আমি চিরকালই গল্প পড়া আর শোনার ভক্ত আর ভূতের গল্প হলে তো কথাই নেই।
    • ২৭/০১/২০১৫
      ৫ টি পর্বই পড়েছেন জেনে নিজেকে খুবই ভাগ্যবান মনে হল ।
      ভালো থাকুন প্রতিনিয়ত ।
      পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ।
  • হাসান কামরুল ২৬/০১/২০১৫
    তৃষ্ণা রয়েই গেল।
    থাকুক এই তৃষ্ণা টুকু।
    কি বলেন ভাই?
  • শেষ করে দিলেন। ভালোই তো লাগছিলো।
    • ২৬/০১/২০১৫
      তাই?
      আরো বেশি কন্টিনিউ করলে হয়তো খারাপ লাগত ।
  • রাফি বিন শাহাদৎ ২৩/০১/২০১৫
    সুন্দর :-)
    • ২৩/০১/২০১৫
      ধন্যবাদ ।
      মন্তব্যে অনুপ্রাণিত হলাম ।
  • সবুজ আহমেদ কক্স ২৩/০১/২০১৫
    asodaran golpo
  • সবুজ আহমেদ কক্স ২৩/০১/২০১৫
    pryo kobi darun 5 ti parbo e poraci darun aro chi boss
    • ২৩/০১/২০১৫
      আপনার সুন্দর মন্তব্যে আপ্লুত হলাম কবি । ৫ টি পর্বই পরেছেন জেনে নিজেকে ধন্য মনে হল ।
      ভালো থাকুন সদা ।
  • আবিদ আল আহসান ২২/০১/২০১৫
    দারুণ
 
Quantcast