www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভূতুড়ে জানালা (২)

-

পরদিন কিছু প্রয়োজনীয় টুকিটাকি কিনে বাসায় উঠলাম । সবকিছু ঠিকঠাক করতে পুরো একটি দিন লেগে গেল । স্টোভে রান্না করলাম । রান্না জিনিসটা যত সহজ ভেবেছিলাম তত সহজ তো নয়ই বরং বেশ কঠিন । একজন বুয়া পেলে ভালো হত । প্রতিদিন দুবার করে রান্না করে দিয়ে যাবে । ব্যাপারটা নিয়ে বাড়িওয়ালার সাথেও আলাপ করা যেতে পারে ।
রাতে খেয়েদেয়ে তাড়াতাড়িই শুয়ে পরলাম । শরীরটা বেশ ক্লান্ত ক্লান্ত লাগছে । এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ ।
‘ফয়েজ সাহেব কি ঘুমিয়ে পড়েছেন নাকি?’
উঠে দরজা খুললাম ।
‘বাহ ! সবকিছু তো বেশ ভালোভাবে গুছিয়ে নিয়েছেন ।’
আমি মুচকি হেসে বললাম, ‘তা দাঁড়িয়ে কেন ? বসুন ।’
বসলেন ভদ্রলোক । ‘আপনার কি খাওয়া- দাওয়া হয়েছে?’
‘জ্বী হয়েছে ।’
‘ঘুমিয়ে পরেছিলেন নাকি?’
‘জ্বীনা তবে শুয়ে পড়েছিলাম ।’
‘ঠিক আছে আপনি ঘুমান । সারাদিন কত পরিশ্রম করেছেন ।একা একা ভালো লাগছিল না । ভাবলাম আপনার সাথে একটু গল্প করে যাই । কিন্তু আপনি যখন…………..।’
‘না নাঠিক আছে আপনি বসুন ।’ উঠতে গিয়েও উঠলেন না ভদ্রলোক । আমি জিজ্ঞেস করলাম ‘ তা আপনি বলেছিলেন একা একা ভাল লাগছিল না । আপনি একা কেন? বাড়ির সবাই কোথায় ?’
‘দুঃখের কথা আর কি বলব ফয়েজ সাহেব । বরং অন্য কিছু নিয়ে কথা বলা যাক ।’
‘না না আপনি বলুন আমি শুনছি ।’
‘শুনবেন? ঠিক আছে তাহলে শুনুন । আমার এক মেয়ে ছিল……।’
‘ছিল মানে?’
‘ছিল মানে আগে ছিল এখন নেই । এখন আছে এক ছেলে ও হোস্টেলে থেকে পড়াশোনা করে ।’
‘আপনার মেয়ের কি হয়েছে?’
‘মারা গেছে ।’
‘কিভাবে?’
‘অন্য আরেকদিন না হয় বলব । আজ শরীরটা ভাল লাগছে না । যাই ফয়েজ সাহেব ।’ বলে ভদ্রলোক আর থামলেন না । উঠে পড়লেন । আমি চেয়ে দেখলাম ভদ্রলোকের চোখের কোনায় বিন্দু বিন্দু জল । চোখের জল লুকোতেই মনে হয় ভদ্রলোক এমনটি করলেন ।
পরদিন বাড়িওয়ালার অপেক্ষায় বসে রইলাম অনেকক্ষণ । এলেন না ভদ্রলোক । রাত দশটার মত হবে । ভাবলাম বুঝি আজ আর আসবেন না । আচ্ছা ভদ্রলোক জানালা সম্পর্কে কি যেন বলছিলেন? কি ক্ষতি হবে জানালা খুললে ? ব্যাপারটা কি বিশ্বাসযোগ্য? আর ভদ্রলোক আমার সাথে মিথ্যাই বা বলতে যাবেন কেন? হয়তোবা গভীর কুসংস্কারে আচ্ছন্ন হতে পারে লোকটি । একবার পরীক্ষা করে দেখাই যাক না । ধীরে ধীরে এগিয়ে গেলাম জানালাটার দিকে । পাল্লার উপর হাত রাখতেই হাতটা কেমন জানি কেঁপে উঠল ।

( চলবে.................)
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৯১১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সবুজ আহমেদ কক্স ১৯/০১/২০১৫
    so very nice @ valo laglo
  • চলুক..........................
  • সবুজ আহমেদ কক্স ১৯/০১/২০১৫
    অ ধন্যবাদ খুব ভালো হয়েছে বস
    • ১৯/০১/২০১৫
      ধন্যবাদ সাথে থাকার জন্য ।
      ভাল লাগা রইল ।
  • অন্তু নীল ১৯/০১/২০১৫
    হম...।
  • রাফি বিন শাহাদৎ ১৮/০১/২০১৫
    smile
  • হামিদ ১৮/০১/২০১৫
    চলুক ..................।।
 
Quantcast