www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আজব ঘোড়া

-
দাদুর ঘরের খাটে বসে নিত্য সাঁঝে ওরা ,
হরেক রকম গল্প শোনে কখনো বা ছড়া ।
এক দেশের এক রাজার নাকি ছিল আজব ঘোড়া ।
পাখা ছাড়াই উড়ে বেড়ায় জানিস নাকি তোরা ?
ভিনদেশে যেতে হলে ঘোড়ার পিঠে বসে ,
আদেশ দিলেই উড়ে যেত এক নিমেষে ।

তাই কি দাদু একথা তো শুনিনি কখনো ,
আহা সেই আজব ঘোড়া থাকত যদি এখনো ।
এথায় সেথায় চলে যেতাম ঘোড়ার পিঠে চড়ে
চাঁদ-তারা আর আকাশেতে বেড়াতাম ঘুরে ।
নায়াগ্রা আর হিমালয় সবই হত চেনা
ভূগোল-টূগোল মিছেই আর পড়তে হত না ।
আচ্ছারে ভাই সেই ঘোড়া কি ফিরিয়ে আনা যায় না ?
সবাই মিলে খুঁজে দেখি কোথায় আছে আয় না ।
কে লুকালো সেই ঘোড়াটা কারবা ঘরে আছে ?
একা একাই উড়ছে কারা রেখে নিজের কাছে ?
এ হবেনা বলে দিলাম উড়বো আমরা সবাই
একবার শুধু সেই ঘোড়াটা কাছে্ যদি পাই ।
আরে দাদু এত স্বপ্ন মিছেই দেখ , সেই ঘোড়া তো মিছে
সেই ঘোড়া আর রাজার কথা শুধুই তো কিচ্ছে ।
মিছেই হল নাইবা সব তাই কি বলে ,
পারিনা গড়তে সে দেশ আমরা সবাই মিলে ।
রাজা থাকবে , থাকবে ঘোড়া আরো কত কি
গাছে কাঁঠাল গোফে তেল আর পান্তা ভাতে ঘি ।
                 -২০/২১-০৯-২০০৭
           …………
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯১৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • নাজমুল আহসান ১৯/০১/২০১৫
    আহা সে আজব ঘোড়া থাকতো যদি এখানে ।
    • ১৯/০১/২০১৫
      সুন্দ্অর মন্তব্যের জন্য ধন্যবাদ ।
  • রাফি বিন শাহাদৎ ১৭/০১/২০১৫
    যখন একবার আপন করে নিয়েছি তখন কিভাবে দূরে ঠেলে দেই! পাশেই থাকব। :-)
  • রাফি বিন শাহাদৎ ১৭/০১/২০১৫
    প্রিয়তে রাখলাম :-)
    • ১৭/০১/২০১৫
      অসংখ্য ধন্যবাদ ।
      আপ্লুত হলাম ।
      আসরে সুস্বাগতম ।
      সবসময় এভাবেই পাশে থাকবেন আশা করি ।
  • সবুজ আহমেদ কক্স ১৭/০১/২০১৫
    priyo te nilam boss
    • ১৭/০১/২০১৫
      অসংখ্য অসংখ্য ধন্যবাদ ।
      সবসময় এভাবেই পাশে থাকবেন আশা করি ।
      অনেক ভালো থাকুন ।
  • সবুজ আহমেদ কক্স ১৭/০১/২০১৫
    very fine kobita boss
  • চিরন্তন ১৪/০১/২০১৫
    "thakumar jhuli"r swad pelam.
  • সাইদুর রহমান ১৩/০১/২০১৫
    খু-ব সুন্দর কবিতা।
    বেশ ভালো লাগলো।
    শুভেচ্ছা নিবেন।
  • প্রিয়তে রেখে দিলাম।...................
  • অনিরুদ্ধ বুলবুল ০৭/০১/২০১৫
    চমৎকার কবিতা হয়েছে!
    আর একটু যত্ন দরকার। চেষ্টা অব্যাহত রাখুন কবি।

    অভিনন্দন ও শুভেচ্ছা নিন।
 
Quantcast