www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আর ওঠেনি পূর্নিমা চাঁদ

-
আজ পূর্নিমা রাত
আকাশে অপরূপ চাঁদ ।
মুগ্ধ হয়ে অপলক থাকি চেয়ে,
তবুও হঠাৎ বিষাদে মনটা যায় ছেয়ে ।
মনে পড়ে আমার মনের আকাশেও
ছিল এমনি একটি চাঁদ ।
যার মায়াবী আলোকচ্ছটা,
বিদূরিত করেছিল সকল অন্ধকার ।
আমার মনে বইয়ে দিয়েছিল
ভালোবাসার জোয়ার ।
কিন্তু একদিন আবার,
সবকিছু অমাবস্যা রাতের মত অন্ধকার করে
অন্ধকারেই হারিয়ে গেল চাঁদটা ।
অমাবস্যায় হারানো চাঁদতো,
ফিরে আসে আবার
পূর্নিমা চাঁদ হয়ে ।
কিন্তু সেতো আর
কোনদিন ফিরে এলো না
দিয়ে গেল শুধুই দীর্ঘশ্বাস ।
অমাবস্যার আধাঁরেই রয়ে গেল
মনের আকাশ ।
০৭-০৩-২০০৭
………
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯০৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দেলোয়ার হোসাইন ০৩/১২/২০১৪
    আপনার মনের আকাশের পূর্নিমার চাঁদে কে ভ্রমন করেছিলো,
    নীল আম্স্ট্রং নাকি সাইদি সাহেব।
    আমার মনে হয় দুইজনের যে কোন একজন সেই চাঁদটাকে নিয়া পালাইছে ৷
  • হয়তো আবার আসিবে ফিরে.........................
    বেশ রোমান্টিক লেখা।
    • ২৩/১১/২০১৪
      রোমান্টিক!!!
      কবিতা পড়ে তারপর মন্তব্য করলে ভালো হয় ।
      • এক্সকিউজ মি রোমান্টিকতা বলতে একচুয়ালি আপনি কি মিন করেন?
        আকাশে রুপালি চাদ মন মুগ্ধ হয়ে চেয় থাকা এগুলো কি রোমান্টিকতা অংশ নয়। হয়তো বিচ্ছেদটাই মুখ্য আপনি রোমান্টিকতায় যত বেশি জড়াবেন বিরহটা আপনার তত বেশীই অনুভুত হবেন। কে কিভাবে মন্তব্য করে জানিনা তবে আমি চেষ্টা করি আমার এই ছোট জ্ঞান নিয়ে একটি ভিতরে গিয়ে পজেটিভ মন্তব্য করার। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন।
        • ২৪/১১/২০১৪
          এক্সকিউজ মি আপনি তো কোন নির্দিষ্ট লাইন নিয়ে কমেন্ট করেন নি । পুরো কবিতা নিয়ে কমেন্ট করেছেন । বিচ্ছেদ যেখানে মূখ্য সেই কবিতাকে আপনি কোন যুক্তিতেই রোমান্টিক বলতে পারবেন না ।
  • একনিষ্ঠ অনুগত ২৩/১১/২০১৪
    কেন যে হারায়, কেন যে আর ফেরে না...

    ভালো লাগলো কবি।।
  • সাবলিল লেখনি !
  • ভাল লাগলো । বেশ গুছানো লেখা ।
 
Quantcast